ত্রিপুরা মেতেছে মকর সংক্রান্তি উৎসবে - Aaj Bikel
ত্রিপুরা মেতেছে মকর সংক্রান্তি উৎসবে

ত্রিপুরা মেতেছে মকর সংক্রান্তি উৎসবে

Share This

আগরতলা  : ত্রিপুরায় গোমতী নদীর উৎসস্থলের কাছে তীর্থমুখে রবিবার ভোর থেকে অগণিত পুণ্যার্থী মকর সংক্রান্তির পুণ্যস্নান করছেন। সমগ্র এলাকায় জাতি-উপজাতি উভয় অংশের প্রচুর ভিড় লক্ষ করা গেছে। গ্রাম ত্রিপুরায় চলছে পিঠেপুলির উৎসব।

ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য মোতাবেক অনেকেই তীর্থমুখে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন ভোর থেকে। বিসর্জন দিয়েছেন তাঁদের প্রয়াত পরিজনদের অস্তি। তীর্থমুখে বসেছে মেলা। ভোর থেকে পুণ্য অবগাহন শুরু হয়েছে।

অনেকের বিশ্বাস, এই দিনে দেবী গঙ্গা মর্ত্যে এসেছিলেন। মহাভারতের যুদ্ধের পর দীর্ঘ শরশয্যার যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে উত্তরায়ণ সংক্রান্তিতে দেহত্যাগ করেছিলেন ভীষ্ম পিতামহ। তাই এই দিনটিকে যাবতীয় অশুভ থেকে শুভের সূচনা দিন হিসেবে ব্যাখ্যা করা হয়।

গ্রাম পাহাড়ের জাতি-উপজাতি উভয় অংশের জনগণ, বিশেষ করে হিন্দুরা এই দিনটিতে পিঠেপুলির আয়োজন করেন। চলে অহর্নিশি হরিনাম সংকীর্তন। নতুন উৎপাদিত ফসল ব্যবহার করা হয় ইষ্ট দেবতার ভোগে। সারা রাত জেগে অনেকেই যেমন পিকনিক করেছেন, তেমনেই ভোরে স্নানাদি সেরে জ্বালানোর জন্য খড়কুটো দিয়ে আগে থেকে বানিয়ে রেখেছে বুড়ির ঘর | কনকনে ঠাণ্ডায় শীতল নদী পুকুর আর ঝিলের জলে স্নান করে এই ঘরে আগুন দিয়ে শরীরে উত্তাপ নেওয়ার দৃশ্যও আজ লক্ষ্য করা গেছে গ্রাম পাহাড়ে।

কোন মন্তব্য নেই: