রায়গঞ্জ : গাছ কাটতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল সদু সরকার(৫৩)নামে এক ঠিকা শ্রমিকের। কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত ৪ নম্বর বোঁচাডাঙ্গা গ্রামের আটঘরা গ্রামের বাসিন্দা সদু সরকার শনিবার বিকেলে ২ নম্বর ধনকৈল গ্রাম পঞ্চায়েতের হজরতপুর গ্রামে গাছ কাটতে গিয়েছিল।
প্রচণ্ড ঠাণ্ডার কারনে গাছ থেকে হাত ফসকে পড়ে যায় সে। রাতে তাঁকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আনা হলে হাসপাতালের চিকিৎসকরা সদুকে মৃত বলে ঘোষণা করে। কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন