আগরতলা : ত্রিপুরায় ভোটের কাজে ৩৬৩ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (সিপিএমএফ)-এর জওয়ান মোতায়েন করা হবে। ইতিমধ্যেই ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। ১৮ জানুয়ারি রাজ্যে আসছেন উপনির্বাচন কমিশনার।
রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, আগামী ১৮ জানুয়ারি রাজ্যে আসছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি তৃতীয়বারের মতো রাজ্যে আসছেন৷ এর আগে দুই দফায় উপনির্বাচন কমিশনার ত্রিপুরায় এসে বৈঠক করে গেছেন নির্বাচন দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে৷ শেষবার এসেছিলেন পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে৷
এবার রাজ্যে এসে নির্বাচনের সমস্ত প্রস্তুতি তিনি খতিয়ে দেখবেন৷ বৈঠক করবেন জেলা ইলেকশন অফিসার ও রিটার্নিং অফিসারদের সঙ্গে৷ বৈঠক করবেন শীর্ষ পুলিশ আধিকারিকদের নিয়েও। তবে এগুলোর সূচি এখনও ঠিক হয়নি৷ শনিবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্ত নির্বাচন দফতরের দায়িত্বপ্রাপ্ত সমস্ত কর্মকর্তাদের নিয়ে দিনভর বৈঠক করেছেন৷
রাজ্য নির্বাচন দফতর সূত্রে আরও জানা গেছে, ত্রিপুরায় নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করতে ৩৬৩ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে। রাজ্যে আসা শুরু হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর৷ শনিবার রাজ্যে এসে পৌঁছেছে ২৫ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী৷ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত জওয়ান এখানে এসে পৌঁছে যাবেন৷
রাজ্য পুলিশের পক্ষ থেকে মোট ৩৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে৷ স্বরাষ্ট্রমন্ত্রক সেই মতো কোনও কাটছাঁট না করে ৩৬৩ কোম্পানি বাহিনীই রাজ্যে পাঠাতে চলেছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন