ক্যানিং : সুন্দরবনের হলদিবাড়ি নদী থেকে মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকৃতির একটি তেলে ভোলা মাছ। প্রায় চল্লিশ কেজি ওজনের এই মাছটি শুক্রবার সকালে ধরা পরে মৎস্যজীবী নন্দদুলাল সাউ-এর জালে। শুক্রবার রাতেই মাছটি নিয়ে আসা হয় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পাইকারি মৎস্যবাজারে বিক্রির জন্য। এতবড় মাছ ধরতে পেরে খুশি নন্দদুলাল বাবু| গত পনেরো বছরের মাছ ধরার অভিজ্ঞতা থাকলেও এতো বড় মাছ এর আগে কখনই ধরতে পারেননি বলে জানান ওই মৎস্যজীবী।
তাঁর কথায়, শুক্রবার সকালে হলদিবাড়ি নদী থেকে জালে উঠে আসে চল্লিশ কেজি ওজনের একটি তেলে ভোলা মাছ। শুক্রবার রাতে মাছটি বিক্রির জন্য ক্যানিং পাইকারি মৎস্যবাজারে নিয়ে আসা হয়| চল্লিশ কেজি তেলে ভোলা মাছ একুশ হাজার টাকা করে কিলো প্রতি বিক্রি হয়েছে| কলকাতা থেকে এক ব্যবসায়ী খবর পেয়ে বাজারে এসে নিলামে কিনেছেন মাছটি|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন