নয়াদিল্লি : সপ্তাহের শুরুতে দিল্লির রেল পরিষেবার যে ছবি দেখা গিয়ে ছিল। শনিবারও তার কোনও পরিবর্তন লক্ষ্য করা গেল না। এদিন সকাল থেকেই দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়া ট্রেন চলাচল ব্যাপক ভাবে ব্যহত হয়।
এদিন ১৩ টি ট্রেন বাতিল করে দেওয়া হয় এবং ৪ টি ট্রেনের সময়সূচীর পরিবর্তন করা হয়। পাশাপাশি ৪১ টি ট্রেন দেরিতে চলছে বলে খবর পাওয়া গিয়েছে।এর ফলে সপ্তাহের শেষের চরম ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ যাত্রীদের। বহু যাত্রীই নিজেদের গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হয়। কিন্তু শীতের সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা এই ঠান্ডার মধ্যেও ভারতীয় সেনা জওয়ানরা দিল্লির রাজপথে ২৬ জানুয়ারি কুচকাওজের মহড়া দেয়।
পাশাপাশি আবহাওয়াবিদরা মনে করছে উত্তর ভারতের অন্যান্য রাজ্যগুলিতে যেমন হিমাচলপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ যেভাবে শৈত্যপ্রবাহ চলছে তারিই রেশ এসে পড়েছে রাজধানী দিল্লিতে। এবং আগামী বেশ কয়েকদিন পরিস্থিতির পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন