লখনউ : কর্ণাটকের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই চরমে উঠছে বিজেপি বনাম কংগ্রেসের বাকযুদ্ধ। শনিবার সোশ্যাল মিডিয়া ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে উত্তরপ্রদেশের রাজ্য বিজেপি। সেখানে গত পাঁচ বছরে কংগ্রেস শাসিত কর্ণাটকের নেতিবাচক দিকগুলি তুলে ধরা হয়।
উত্তরপ্রদেশের বিজেপির তরফে ওই ভিডিওটিতে দাবি করা হয় কর্ণাটকে গত দুই থেকে তিন বছরের মধ্যে ১২ জন হিন্দুকে হত্যা করা হয়েছে। কর্ণাটকে কৃষকদের দুর্দশার ছবিও ভিডিওটিতে তুলে ধরা। চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত ১০০২ জন কৃষক আত্মহত্যা করেছে বলে বিজেপির তরফে দাবি করা হয়।
অন্যদিকে এর আগে কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি দলীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দিয়ে সিদ্দারামাইয়া আসলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পথই অনুসরণ করছেন।
যা তিনি গুজরাটে বিধানসভা নির্বাচনে করেছিলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন উত্তরপ্রদেশে যা চলছে তা জঙ্গলরাজের সমতুল্য। এর ফলে চরমে উঠেছে রাজনৈতিক তরজা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন