লখনউ : নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউের সংলগ্ন মোহনলালজিগঞ্জে।
পুলিশ সূত্রে দাবি করা হয় নাবালিকার বাবা মা কাজে বেরিয়ে যাওয়ার পরে। ফাঁকা বাড়িতে নাবালিকা একাই ছিল। সেই সুযোগে বাড়িতে ঢুকে নাবালিকাকে শ্লীলতাহানি করে ওই প্রতিবেশী।পরে কাজ থেকে বাড়ি ফিরে আসার পরে বাবা মা কাছে সব ঘটনা খুলে বলে নাবালিকা। নিজের মেয়ে মুখে প্রতিবেশির এইরকম কীর্তি শোনার পরে প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা মা। অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।পুলিশের দাবি শ্লীলতাহানির ঘটনার পরে এলাকা থেকে ফেরার হয়ে যায় অভিযুক্ত প্রতিবেশী। অভিযুক্তকে ধরার জন্য গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন