পাটনা : রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহনের পর থেকেই কংগ্রেস নিজেদের ঘর গোছাতে শুরু করে দিল| কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যেই নিজেদের সংঘবদ্ধ করতে প্রবীণ নেতাদের পাশাপাশি দল থেকে বহিষ্কার হওয়া নেতাদের ফের দলে অন্তর্ভুক্তি করার প্রক্রিয়া শুরু করে দিল কংগ্রেস | আর এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে তারা ‘আমন্ত্রণ যাত্রার’ কর্মসূচি নিয়েছে| প্রথমে এই ‘আমন্ত্রণ যাত্রার’ কর্মসূচী আগামী ১৮ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও, বিহারে প্রচন্ড ঠান্ডা পড়ায় এই কর্মসূচি ১৮ জানুয়ারির বদলে ৩১ জানুয়ারি শুরু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে|
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত দিন এই কর্মসূচী বিহারের চম্পারণ জেলা থেকে শুরু হবে| বিহারে আরজেডি সুপ্রিম লালুপ্রসাদ যাদব জেলে যাওয়ার পর থেকেই আরজেডি দলীয় অবস্থা খারাপ| এই সুযোগকে ওই রাজ্যে সম্পূর্ণ কাজে লাগাতে চাইছে কংগ্রেস| আর এই জন্যই রাজ্যে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে চাইছে কংগ্রেস| আর এই কারণে কংগ্রেস বিহারে আমন্ত্রণ যাত্রার কর্ম সূচী গ্রহণ করেছে| বিহারে রাজনৈতিক যাত্রার একটা আলাদা মাহাত্ব আছে| এর আগে নীতিশ কুমার, লাউপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবও মানুষের সঙ্গে জনসংযোগ রক্ষার জন্য রাজনৈতিক যাত্রার আয়োজন করেছিল| এছাড়াও জেডইউ নেতা শরদ যাদবও দল থেকে বহিস্কারের পর রাজনৈতিক যাত্রার আয়োজন করে নিজের শক্তি প্রদর্শন করেছিলেন|১৮ জানুয়ারি নয়, বিহারে কংগ্রেসের 'আমন্ত্রণ যাত্রার’ সূচনা হবে ৩১ জানুয়ারি
পাটনা, ১৬ জানুয়ারি (হি.স.): রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহনের পর থেকেই কংগ্রেস নিজেদের ঘর গোছাতে শুরু করে দিল| কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যেই নিজেদের সংঘবদ্ধ করতে প্রবীণ নেতাদের পাশাপাশি দল থেকে বহিষ্কার হওয়া নেতাদের ফের দলে অন্তর্ভুক্তি করার প্রক্রিয়া শুরু করে দিল কংগ্রেস | আর এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে তারা ‘আমন্ত্রণ যাত্রার’ কর্মসূচি নিয়েছে| প্রথমে এই ‘আমন্ত্রণ যাত্রার’ কর্মসূচী আগামী ১৮ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও, বিহারে প্রচন্ড ঠান্ডা পড়ায় এই কর্মসূচি ১৮ জানুয়ারির বদলে ৩১ জানুয়ারি শুরু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে|
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত দিন এই কর্মসূচী বিহারের চম্পারণ জেলা থেকে শুরু হবে| বিহারে আরজেডি সুপ্রিম লালুপ্রসাদ যাদব জেলে যাওয়ার পর থেকেই আরজেডি দলীয় অবস্থা খারাপ| এই সুযোগকে ওই রাজ্যে সম্পূর্ণ কাজে লাগাতে চাইছে কংগ্রেস| আর এই জন্যই রাজ্যে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে চাইছে কংগ্রেস| আর এই কারণে কংগ্রেস বিহারে আমন্ত্রণ যাত্রার কর্ম সূচী গ্রহণ করেছে| বিহারে রাজনৈতিক যাত্রার একটা আলাদা মাহাত্ব আছে| এর আগে নীতিশ কুমার, লাউপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবও মানুষের সঙ্গে জনসংযোগ রক্ষার জন্য রাজনৈতিক যাত্রার আয়োজন করেছিল| এছাড়াও জেডইউ নেতা শরদ যাদবও দল থেকে বহিস্কারের পর রাজনৈতিক যাত্রার আয়োজন করে নিজের শক্তি প্রদর্শন করেছিলেন|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন