বোকাখাতে আঘাতপ্রাপ্ত গন্ডারের আর্তনাদ, চিকিৎসা শুরু - Aaj Bikel
বোকাখাতে আঘাতপ্রাপ্ত গন্ডারের আর্তনাদ, চিকিৎসা শুরু

বোকাখাতে আঘাতপ্রাপ্ত গন্ডারের আর্তনাদ, চিকিৎসা শুরু

Share This


বোকাখাত  : বোকাখাত মহকুমার ভক্তেচাপরিতে আঘাতপ্ৰাপ্ত এক গন্ডারের আর্তনাদে হইচই পড়েছে এলাকাজুড়ে। গন্ডারের চিকিৎসার জন্য তৎপরতা শুরু করেছেন কাজিরঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। মহকুমার ভক্তেচাপরিতে একটি মহিলা গন্ডার আঘাত পেয়ে বেজায় আর্তনাদ করছে। তার আর্তনাদে পার্শ্ববর্তী এলাকার মানুষজন ভিড় জমিয়েছেন। খবর যায় নুমলিগড় খণ্ড বন কার্যালয়ে। সেখান থেকে ঘটনা জানতে ছুটে আসেন বনকর্মীরা। তাঁরা খবর পাঠান কাজিরঙা উদ্যান কর্তৃপক্ষকে।

কাজিরঙা উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, গন্ডারটি গুলিবিদ্ধ হয়ে, না-অন্য কারণে আঘাত পেয়েছে তা তাঁরা এখনই নিশ্চিত নন। চিকিৎসকরা পরীক্ষা করার পরই কিছু বলা যাবে। তবে তার সামনের বাঁ-পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পানবাড়িতে অবস্থিত সেন্টার ফর ওয়াইল্ড-লাইফ রিহাবিলিশন অ্যান্ড কনজারভেনশন (সিডব্লিউআরসি)-এর চিকিৎসকের এক দল মঙ্গলবার দুপুর থেকে আহত গন্ডারের চিকিৎসা করছে বলে জানিয়েছেন কাজিরঙা জাতীয় উদ্যান কৰ্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই: