সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কোথায় কেমন কলকাতায়? - Aaj Bikel
সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কোথায় কেমন কলকাতায়?

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কোথায় কেমন কলকাতায়?

Share This

দেশের ৬৯ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা৷ কুচকাওয়াচের জন্য বন্ধ হতে চলেছে কলকাতার রেড রোড৷ এদিকে নিরাপত্তা জোরদার করতে কলকাতায় রাস্তায় রয়েছে, ওয়াচ টাওয়ার, পুলিশ সহায়তা কেন্দ্র৷ 

থাকছে একাধিক অ্যাম্বুলেস৷ সঙ্গে থাকছে বেশ কয়েকটি বাংকার৷ থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, মোতায়েন রয়েছে কুইক রেসপন্স টিম৷ আকাশ পথে ড্রোনের মাধ্যমে নজর রাখা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে৷ অন্যদিকে জলপথেও আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা৷

কলকাতার রাস্তাঘাট জুড়ে পর পর রয়েছে পুলিশি নিরাপত্তা বেষ্টনী৷ পার্কস্ট্রিট ,মেয়ো রোড সর্বত্র উঠে এসেছে পুলিশি নজরদারির ছবি৷ যে কোনও রকমের নাশকতার ছক বানচাল করতে দেখা গেছে কড়া পুলিশি ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন৷ মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ কর্মী৷ শহরের রাস্তায় চলছে তল্লাশি অভিযান৷ ভিক্টোরিয়া, চিড়িয়াখানার মতোশহরের যে কোনও রকমের জনবহুল এলাকায় মোতায়েন রয়েছে সাদা পোশাকের পুলিশ৷

এদিকে রেড রোড বন্ধ থাকায়, উত্তরমুখী গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে জওহর লাল নেহেরু রোড দিয়ে চলাচল করবে বলে জানা গিয়েছে৷ শহরের দক্ষিণের রাস্তায় গাড়ি চলাচলের ক্ষেত্রে যানজটের সেভাবে প্রভাব না পড়লেও, পরিস্থিতি বিশেষে গাড়ি ইডেন গার্ডেন্সের দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে৷

কোন মন্তব্য নেই: