একটি শিশু-একটি গাছ! ‘সবুজশ্রী’ প্রকল্প এখন নবজাতকের অধিকার - Aaj Bikel
একটি শিশু-একটি গাছ! ‘সবুজশ্রী’ প্রকল্প এখন নবজাতকের অধিকার

একটি শিশু-একটি গাছ! ‘সবুজশ্রী’ প্রকল্প এখন নবজাতকের অধিকার

Share This

মৌলিক পরিষেবার সুযোগ রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি আয়সৃজনের জন্যও নানাবিধ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার৷ এইসব সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা গ্রহণ করে রাজ্যের সাধারণ মানুষ তাঁদের জীবনযাপনের মানোন্নয়ন ঘটাতে পারছেন৷ রাজ্যের সার্বিক উন্নয়নে এই ঘটনা বিশেষ মাত্রা যোগ করছে৷ গত ছয় বছরে রাজ্যে চালু হওয়া ও চালু থাকা গুরুত্বপূর্ণ পথিকৃৎ প্রকল্পগুলির মাধ্যমে যেসব সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে ও যাবে সেই সম্পর্কে সংক্ষেপে প্রয়োজনীয় তথ্য আজ তুলে ধরা হচ্ছে৷ 

প্রকল্পের নাম : সবুজশ্রী
দফতর: বন দফতর

উদ্দেশ্য: এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মগ্রহণের পরপরই একটি মূল্যবান গাছের চারা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে৷ ওই চারাটি শিশুর নামে লাগাতে হবে এবং শিশুর সঙ্গে সঙ্গে চারাটি বড়ো হবে৷ শিশুর পরিবার চারাটিকে ও শিশুকে সযত্নে লালনপালন করবে৷ শিশু বড়ো হলে শিশুর প্রয়োজনে ওই চারা থেকে বেড়ে ওঠা বৃক্ষটিকে আর্থিক কারণে বা প্রয়োজনে ব্যবহার করা যাবে৷ এর ফলে শিশুটির ভবিষ্যতের আর্থিক সুরাহার পাশাপাশি গাছটি ‘জীবজগৎ’-কেও এতগুলো বছর ধরে অনেক কিছুই দেবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬-র ১৯ ডিসেম্বর এই প্রকল্পের সূচনা করেন৷

প্রকল্পের সুবিধাভোগী প্রত্যক্ষভাবে রাজ্যের প্রতিটি নবজাতক এবং পরোক্ষভাবে প্রতিটি রাজ্যবাসী৷ এটি একটি বহুমুখী পরিকল্পনা৷ এই প্রকল্পের মাধ্যমে ‘সবুজ বাংলা’ গড়ে তোলা হচ্ছে৷ অন্যদিকে প্রকৃতি ও মানবসন্তান-এর মধ্যে যে অচ্ছেদ্য সম্পর্ক ও অনুভূতি গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে নিঃসন্দেহে তা অভিনব৷

এই প্রকল্পের সুযোগ কারা পাবেন? রাজ্যের নবজাতকেরা৷ এই প্রকল্পের সুযোগ পেতে প্রতিটি শিশু জন্মানোর পর বনদফতর থেকে তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে এই চারা তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে৷

কোন মন্তব্য নেই: