দুর্গাপুর : ফের শিল্পশহরে অভিজাত এলাকায় মধুচক্রের হদিশ। রোগীর আত্মীয়দের বাড়ীভাড়া দেওয়ার নামে মধুচক্র। আচমকা হানা পুলিশের জালে ধরা পড়ল ৩ মহিলাসহ ৭ জন। ঘটনাকে কেন্দ্র করে বিস্তর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বিধাননগর এলাকায়। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক মুলপান্ডা রাকেশ প্রমানিক ও দেবাশীষ দাস নামে জামিন খারিজ করে পুলিশ হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে মুলপান্ডা রাকেশ প্রমানিক বোকারোর বাসিন্দা। বাকি ৩ জন পুরুষ কোলকাতা ও দুর্গাপুরের। ধৃত মহিলা ৩ জনের ২ জন কোলকাতা ও একজন নদীয়ার বাসিন্দা।রবিবার রাতে দুর্গাপুরের বিধাননগরের সেক্টর-২ সির ছায়ানট সরনীর অবসর কো-অপারেটিভের একটি আবাসনে হানা দুর্গাপুর নিউটাউনশিপ থানার পুলিশ। হানা দিয়ে ৩ মহিলা ও ৪ জন পুরুষকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ বিধাননগর এলাকায় দীর্ঘদিন ধরেই মধুচক্রের রমরমা কারবার চালাছিল রাকেশ। ওই এলাকায় রয়েছে বেসরকারী সুপার স্পেশালিটি হাসপাতাল। আর তাই রাজ্য ছাড়াও ভিন রাজ্য থেকে প্রচুর রোগী আসেন চিকিৎসা করাতে। রোগীদের পরিজন দের থাকার জন্য ওই এলাকায় ঘরভাড়া দেওয়া হয়।
জানা গেছে মূল অভিযুক্ত রাকেশ প্রামানিক বোকারোর বাসিন্দা। প্রথমে বিভিন্ন ঘর ভাড়া নিয়ে রোগীর আত্মীয়দের ভাড়ায় দেওয়ার ব্যাবসা শুরু করে। পরবর্তীকালে বাড়ী বাড়ার আড়ালে মধুচক্রের আসর বসানো শুরু করে বলে অভিযোগ। বিধাননগর রেসিডেন্টস এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হৃদয় সাঁই জানান," দীর্ঘদিন ধরেই ওই বাড়ীতে মধুচক্র চলছিল। পুলিশের কাছে আবেদন জানিয়েছিললাম।" তিনি আরও জানান," মোটা টাকার লোভে বেশ কিছু বাড়ীর মালিক কোন রকম খোঁজখবর ছাড়াই বাড়ী ভাড়া দিচ্ছেন। বিষয়টিতে আমরা উদ্বিগ্ন।" এদিন ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক
রাকেশ ও তার সহকর্মী দেবাশীষ দাসকে ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। ডিসি অভিষেক মোদী জানান,"ঘটনার তদন্ত চলছে। সুরক্ষার স্বার্থে বাড়ীমালিকদের সতর্ক করা হয়। পরামর্শ দেওয়া হয় ভাড়াটিয়ার নাম পরিচয়ের নথীর পাশাপাশি সমস্ত তথ্য জেনেই বাড়ী ভাড়া দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন