শান্তিপুর : বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগে ন’বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল পিসতুতো দাদার বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।শান্তিপুরের বাসিন্দা ওই নাবালিকার মা নেই।
বাড়িতে পেশায় দিনমজুর বাবা ও ভাই আছে। প্রতিদিন সকালে বাবা কাজে বেরিয়ে যান। তবে পিসির বাড়ি শান্তিপুরে হওয়ার সুবাদে তার পিসতুতো দাদা এসে প্রায় তাদের দেখাশোনা করে। অভিযোগ, এদিন সকালে নাবালিকার বাবা কাজে বেরিয়ে যাওয়ার পরে তার পিসতুতো দাদা বাড়িতে আসে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ সে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। আর্তনাদ শুনে তার ভাই বাড়ির বাইরে গিয়ে প্রতিবেশীদের ডেকে আনে। তাঁরা ছুটে এসে ঘরের মধ্যে থেকে হাতেনাতে ধরে ফেলেন ওই যুবককে। মারধরের পর পুলিশের হাতে তাকে তুলে দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন