নয়াদিল্লি : জে চেলামেশ্বর সহ সুপ্রিম কোর্টের চার বিচারপতি প্রধান বিচারপতি সম্পর্কে যে অভিযোগ করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উচ্চপর্যায়ের তদন্ত হওয়া দরকার। তবে আজ যা হল তা নজিরবিহীন এবং অপ্রত্যাশিত। শুক্রবার একথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা চার বিচারপতির একজন, বিচারপতি জে চেলামেশ্বর সুপ্রিম কোর্টকে রক্ষা করা না গেলে দেশে গণতন্ত্র বাঁচবে না বলে যে মন্তব্য করেন, তাও অত্যন্ত জরুরি বলে অভিমত জানান রাহুল। বলেন, সাবধানতার সঙ্গে এই অভিমত খতিয়ে দেখা দরকার।
কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, চার বিচারপতির তোলা বিষয়গুলি খুবই উদ্বেগজনক, আমরা যেসব মূল্যবোধকে পবিত্র মনে করি, সেগুলির ওপর প্রভাব ফেলতে পারে এগুলি। বিষয়টি নিয়ে কংগ্রেসের অবস্থান কী হবে|
এনিয়ে এদিন রাহুল গান্ধী নেতৃত্বে বৈঠকে বসে দল। বৈঠক শেষে দলের তরফে রাহুল গান্ধী জানান, বিচার ব্যবস্থার উপর সারা দেশ ভরসা করে। সবাই বিষয়টির উপর নজর রাখছে। এটি একটি স্পর্শকাতর বিষয়। তদন্ত হওয়া প্রয়োজন। বিচারপতি লোয়ার মৃত্যু নিয়েও সঠিক তদন্ত হওয়া দরকার। তবে ইমপিচমেন্ট পদ্ধতি নিয়ে কংগ্রেস বা রাহুল গান্ধী |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন