নয়ডা : উত্তরপ্রদেশের নয়ডা জেলার সন্ত কুটির নামে একটি আশ্রমের তিন সেবিকাকে গন ধর্ষণ করার ঘটনা শুক্রবার প্রকাশ্যে এসেছে| অভিযোগ ওই আশ্রমের কয়েকজন মিলে তাদের ধর্ষণ করেছে| এই ঘটনায় ওই আশ্রমের সঞ্চালকেরও নাম রয়েছে বলে জানা গিয়েছে| যদিও ঘটনার পর গা ঢাকা দিয়েছে আশ্রমের ওই সঞ্চালক অন্য অভিযুক্তরা|
তাদের খঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ| জেলা পুলিশ সুপার বিকাশ বর্মন জানিয়েছেন, সন্ত কুটির নামে ওই আশ্রমের প্রধান সঞ্চালক সহ ১২ জন মাইল এই দুষ্কর্ম করেছে| অভিযোগের ভিত্তিতে আশ্রমের প্রধান সঞ্চালক তপস্যানন্দ সহ অন্যান্য অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
এই তপস্যানন্দের বিরুদ্ধে এর আগে উত্তরপ্রদেশের বস্তি জেলায় একটি আশ্রমের সাধ্বীদের ধর্ষণ করার অভিযোগ উঠেছিল। সেখান থেকে সে পালিয়ে এসে বিহারের এই আশ্রমে আশ্রয় নেয় বলে পুলিশ জানিয়েছে| আশ্রমটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গত আট বছর ধরে নওয়াদায় এই আশ্রমটি রয়েছে। থালি মোড়ের এই আশ্রমে সম্প্রতি বস্তি জেলার পুলিশ হানা দেয়। কিন্তু তপস্যানন্দ পালিয়ে যায়।
এর পরের দিনই ওই তিন সাধ্বীকে সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে গণধর্ষণের বিষয়টি এদিন প্রকাশ্যে আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন