আজমগর: গত কয়েক দিনে বিহারে প্রচন্ড ঠান্ডায় নাগরিক জীবনে ব্যাপক প্রভাব পরেছে| ঠান্ডা সহ্য করতে না পেরে শুক্রবার উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ দেবার কদিম গ্রামের বাসিন্দা তিরথ নামে এক ব্যক্তি প্রতিদিনের মত তার বাড়ির কাছে চাষের জমি পাহারা দেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে চাষের মাঠে একটি মাচায় শুয়েছিলেন|
রাতে অতিরিক্ত ঠান্ডায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পরেন| শুক্রবার সকালে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়|
অন্যদিকে, তরওবা থানা এলাকার মহলি গ্রামের বাসিন্দা তল্লু রাজভর এদিন সকালে মাঠে ফসল দেখতে গিয়ে ঠান্ডায় অসুস্থ হয়ে পরেন| এরপর তাকে তার বাড়ির লোকজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সার সময় তারও মৃত্যু হয়| ডাক্তাররা জানিয়েছেন, অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে না পারায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন