হাফলং : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে ট্রেনের নীচে কাটা পড়ে সাতটি মহিষের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা লামপুর ও নিউহাফলং স্টেশনের মধ্যবর্তী ১২ নম্বর সুড়ঙ্গের পাশে সোমবার রাত একটা পাঁচ মিনিটে আগরতলা থেকে আনন্দবিহারগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে সাতটি মহিষের মৃত্যু ঘটে। এতে প্রায় তিন ঘণ্টা রাজধানী এক্সপ্রেস সেখানে আটকে পড়ে।
খবর পেয়ে জাটিঙ্গা লামপুর স্টেশন থেকে রেলকর্মীরা ছুটে গিয়ে রেলের নীচে কাটা পড়া মহিষগুলিকে উদ্ধার করেন। এর পর রেলওয়ে ট্র্যাক পরীক্ষা করে মঙ্গলবার ভোর চারটে নাগাদ ট্রেনটি পুনরায় আবার যাত্রা করে। তবে এতে রাজধানী এক্সপ্রেস বা ট্রেনের যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে এই খবরের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ডিমা হাসাওয়ের জেলাশাসক দেবজ্যোতি হাজরিকা একজন অতিরিক্ত জেলাশাসকে ঘটনাস্থলে পাঠিয়েছেন, তদন্ত করতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন