খড়গপুরে যাত্রীবোঝাই বাস উল্টে মৃত ৬, জখম ৪০ - Aaj Bikel
খড়গপুরে যাত্রীবোঝাই বাস উল্টে মৃত ৬, জখম ৪০

খড়গপুরে যাত্রীবোঝাই বাস উল্টে মৃত ৬, জখম ৪০

Share This

খড়গপুর  : খড়গপুরের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে উলটে যায় একটি যাত্রীবোঝাই বাস। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের মোহনপুরে । এই ঘটনায় ঘটনাস্থানে ছ'জনের মৃত্যু হয়েছে, ৪০ জন জখম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
বাসটি মেদিনীপুর থেকে কেশিয়ারির দিকে যাচ্ছিল। মোহনপুরের শথকুইয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় বাসটি।

 সেখানেই মৃত্যু হয় ছ জনের। আহতদের খড়গপুর ও মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে দেখতে এসেছেন তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি এবং সভাধিপতি উত্তরা সিং হাজরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শথকুইয়ের কাছে একটি পেট্রলপাম্প রয়েছে। সেখান থেকে বের হচ্ছিল একটি মোটর বাইক। ওই বাইকটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এবং নয়নজুলিতে উলটে যায়।

কোন মন্তব্য নেই: