রাজ্যে ২০ লক্ষের বেশি মানুষের কর্মসংস্থান হবে: মমতা - Aaj Bikel
রাজ্যে ২০ লক্ষের বেশি মানুষের কর্মসংস্থান হবে: মমতা

রাজ্যে ২০ লক্ষের বেশি মানুষের কর্মসংস্থান হবে: মমতা

Share This


কলকাতা: রাজ্যে ফের ঢালাও চাকরি দেওয়া কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যে আরও প্রায় ২০লক্ষ বেকার যুবক-যুবতীকে চাকরি দেওয়া কথা ঘোষণা করেন তিনি।  শীঘ্রই এই  কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

 বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি বক্তব্যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সম্মেলনের দ্বিতীয় অন্তিম দিনেও ঝুলি ভরেছে রাজ্যের ৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগ থেকে রাজ্যে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ শীঘ্রই ২০লক্ষ কর্মসংস্থান হবে। লগ্নির নয়া গন্তব্য বাংলা।"
 বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর সমাপ্তি ভাষণে উঠে এল রাজ্যে ভবিষ্যত কর্মসংস্থানের সম্ভাবনার খতিয়ান ৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শীঘ্রই আম্বানির প্রকল্পে ১ লক্ষ লোকের কর্মসংস্থান হবে, উবেরে আরও ১লক্ষ ১০ হাজার মানুষের চাকরির সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া আদানি গোষ্ঠী, জিন্দাল গোষ্ঠীতেও আরও হাজার হাজার মানুষের কাজের সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি। 

কোন মন্তব্য নেই: