শিলিগুড়ির ব্যাগের কারখানায় আগুন - Aaj Bikel
শিলিগুড়ির ব্যাগের কারখানায় আগুন

শিলিগুড়ির ব্যাগের কারখানায় আগুন

Share This

শিলিগুড়ি  : শিলিগুড়ির গেট বাজার এলাকার একটি ব্যাগের কারখানায় আগুন । শনিবার রাতে আচমকা আগুন লাগে ওই কারখানায়। পুড়ে যায় লাখটাকার সামগ্রী।

শনিবার রাতে আচমকা আগুন লাগে ওই কারখানায়। স্থানীয়রা প্রথমে সেই আগুন দেখতে পায়। খবর দেওয়া হয় দমকল ও কারখানার মালিক জয়শী দত্তগুহকে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকান মালিক জানান, ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা। তবে সঠিক অঙ্কের হিসেবে এখনই বলা সম্ভব নয়। অন্যদিকে আগুনের উৎস এখনও সঠিকভাবে জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ভিতরে কাপড়ের সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই: