আলিপুর সংশোধনাগার থেকে উধাও ৩ বন্দী - Aaj Bikel
আলিপুর সংশোধনাগার থেকে উধাও ৩ বন্দী

আলিপুর সংশোধনাগার থেকে উধাও ৩ বন্দী

Share This

কলকাতা : আলিপুর সংশোধনাগার থেকে পালাল ৩ বিচারাধীন বন্দী । রবিবার ভোররাতে সংশোধনাগারের ডানদিকের পাঁচিল টপকে পালায় বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান । বন্দী গণনার সময় নজরে আসে কর্তৃপক্ষের । ৩ জনই বাংলাদেশি বিচারাধীন বন্দী পলাতক । এরা হল, মহম্মদ ফারুক হাওলাদার, ইমন চৌধুরী ও ফিরদৌস শেখ ।

পুলিশ সূত্রে জানা গেছে , গতরাতে সংশোধনাগারের ডানদিকের পাঁচিল টপকে পালায় তারা । পালানোর জন্য গাছের ডাল, লাঠি ও দড়ি ব্যবহার করেছিল । কম্বল,চাদর দিয়ে আঁকশি দিয়ে পাঁচিল টপকায় বলে জানা গেছে । পরে আদিগঙ্গা দিয়ে পালায় ৩ বন্দী । ঘটনার সময় ৪, ৫ নং টাওয়ার রক্ষীবিহীন ছিল । ফলে, জেল কর্তৃপক্ষ এর গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে । পুলিশের অনুমান, আগে থেকেই পালানোর পরিকল্পনা করে এই বন্দীরা । ২০১৩ সাল থেকে জেলে বন্দী ছিল মহম্মদ ফারুক হাওলাদার । তার বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির মামলা রয়েছে । ২০১৪ সালে অপহরণ মামলায় বন্দী হয় ইমন চৌধুরি । বেআইনি অনুপ্রবেশ মামলায় বন্দী ফিরদৌস শেখ । ফারুক ও ইমন বাংলাদেশী বলে পুলিশ জানিয়েছে ।

রবিবার সকালে বন্দীদের গুণতে গিয়ে ঘটনাটি প্রকাশ্যে আসে । বন্দীদের খোঁজে আলিপুর সংশোধনাগারে যায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । তদন্তে নেমেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে সংশোধনাগারের সি সি টিভি ফুটেজ । সংশোধনাগারের নিরাপত্তা ফাঁকি দিয়ে বন্দীরা কীভাবে পালাল, তা নিয়ে প্রশ্ন উঠছে । পলাতক বন্দীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত কারোর খোঁজ পাওয়া যায়নি । ঘটনাস্থলে লালবাজারের ডগ স্কোয়াডও গেছে । পুলিশ কুকুর নিয়ে জেলের বিভিন্ন সেলে তল্লাশি চালাচ্ছে পুলিশ । কিন্তু, আবার সংশোধনাগার গুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল ।

কোন মন্তব্য নেই: