বেজিং : ভারতের সেনাপ্রধানের বিরুদ্ধে নিন্দায় মুখর হল চিন। রবিবার চিনের বিদেশমন্ত্রকের মুখমাত্র লু কাঙ বলেন, ‘বিগত এক বছর ধরে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক চরাই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। সম্প্রতি দুই পক্ষ আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য কাজ করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অগঠনমূলক মন্তব্য একজন গুরুত্বপূর্ন ভারতীয় আধিকারিকের কাছ থেকে আসবে তা প্রত্যাশিত ছিল না। যে সময় দুই দেশ ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে চলেছে। তার সম্পূর্ণ বিপরীত মেরুতে থেকে এই ধরণের মন্তব্য করা হয়েছে। এর ফলে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা বিঘ্নিত হবে।
উল্লেখ্য, কিছু দিন আগে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছিলেন, সামরিক দিক থেকে ভারতের নজর পাকিস্তান থেকে সরিয়ে চিন সীমান্তের দিকে নিয়ে আসা প্রয়োজন। সেনাপ্রধান দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, চিন শক্তিশালী হতে পারে, ভারতও দুর্বল নয়। ভারতীয় সেনাপ্রধানের এই মন্তব্যকেই ‘অগঠনমূলক’ হিসেবে চিহ্নিত করে চিন। চিনের বিদেশমন্ত্রকের দাবি এতে সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা ক্ষতিগ্রস্ত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন