নয়াদিল্লি : আঙুলের ছাপ নিয়ে বয়স্ক ব্যক্তিদের সমস্যার কথা মাথায় রেখে এবার আধার কার্ডের অধিকারীদের মুখের ছবি মিলিয়ে দেখা হবে বলে জানালেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) সিইও অজয় ভূষণ পাণ্ডে। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ১ জুলাই থেকে আধারের সঙ্গে যুক্ত হবে এই নয়া সুরক্ষাবিধি।
ইউআইডিএআই-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আধার নথিভুক্তিকরণের সময়ই সংশ্লিষ্ট ব্যক্তির মুখের ছবিও তোলা হয়। আধার কার্ডটি বৈধ কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনে মুখের ছবি মিলিয়ে দেখা যেতে পারে। এপিআই-তে আধার যাচাই করার জন্য মুখের ছবি পাঠানোর প্রযুক্তি ছিল। কিন্তু বর্তমানে সেন্ট্রাল আইডেন্টিটিস ডেটা রেসপিরেটরি (সিআইডিআর)-তে সেই প্রযুক্তি নেই। তবে প্রযুক্তিগত উন্নতির ব্যবস্থা করা হচ্ছে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন