দিলীপ ঘোষের মেরুদণ্ডে অস্ত্রোপচার সফল - Aaj Bikel
দিলীপ ঘোষের মেরুদণ্ডে অস্ত্রোপচার সফল

দিলীপ ঘোষের মেরুদণ্ডে অস্ত্রোপচার সফল

Share This


কলকাতা : বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মেরুদণ্ডে অস্ত্রোপচার হল বুধবার সকালে । কলকাতার আমরি হাসপাতালে তাঁর ‘মাইক্রোডিস্কটমি’ নামক অস্ত্রোপচার করেন বিশিষ্ঠ চিকিত্সক ডা: জি আর বিজয়কুমার । তার অস্ত্রোপচার সফল বলে জানিয়েছেন চিকিৎসকরা । তাঁর অবস্থা স্হিতিশীল, এবং তাকে স্বভাবিক ডায়েট নিতে বলা হয়েছে । চিকিত্সকরা জানিয়েছেন, দিলীপের মেরুদণ্ডে দুটি কশেরুকার মধ্যে সমস্যা দেখা দিয়েছিল ।

এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, কোমরে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন দিলীপ ঘোষ ৷ প্রাথমিক রোগনির্ণয়ে তাঁর স্পাইনাল কর্ডের কোমরের দিকের অংশে স্লিপ ডিস্ক অর্থাৎ, ডিস্ক প্রোল্যাপস ধরা পড়েছে ৷ এই কারণে এমআরআই সহ অন্যান্য পরীক্ষা করা হয়েছে ৷ শেষপর্যন্ত ডাক্তারা সিদ্ধান্ত নেন স্লিপ ডিস্কের চিকিৎসায় অস্ত্রোপচার করাই প্রয়োজন ৷ সেইমত এদিন সকালে অস্ত্রোপচার হয় ।
মঙ্গলবার দুপুরেই দিলীপ ঘোষের শারীরিক খোঁজ খবর নিতে সল্টলেকের আমরি হাসপাতালে যান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টপাধ্যায় ৷ তারা কয়েক ঘন্টা নিজেদের মধ্যে কথাবার্তা বলেন ৷ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন দিলীপ ঘোষকে ৷ খড়গপুরের বিধায়কের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রী ৷

এই বছরেই মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হবার কথা । ভোটের আগে এ রাজ্যে দলের সংগঠনকে মজবুত করতে আসরে নেমেছে বিজেপি । বিভিন্ন জেলায় কার্যত চষে বেড়াচ্ছেন খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । জেলা সফরে বেরিয়ে গুরুতর অসুস্থ হয়ে পরেন তিনি । রবিবার রাতে বিজেপির এক কর্মসূচিতে যোগ দিতে আসানসোল যান তিনি । রাতে খড়গপুরে ছিলেন দিলীপ ঘোষ । সেখানে আমচকাই অসুস্থ হয়ে পড়েন । তখন তিনি ছিলেন খড়্গপুরের বিধায়ক আবাসনে । সেখানে সরস্বতী পুজোর আয়োজন চলছিল । আচমকাই দিলীপ ঘোষ জানান, তাঁর পা অসাড় হয়ে যাচ্ছে । তিনি অসুস্থ হয়ে পড়ছেন । হাঁটাচলা পর্যন্ত করতে পারছেন না । খবর পাঠানো হয় মেদিনীপুরে । রাতে সেখান থেকে দিলীপবাবুকে দেখতে আসেন চিকিৎসক । যন্ত্রণা কমানোর জন্য ইনজেকশনও দেওয়া হয় । সঙ্গে সঙ্গে বিজেপির চিকিৎসক নেতা সুভাষ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিকিৎসক পাঠান । প্রাথমিকভাবে চিকিৎসকরা অনুমান করেছিলেন সাইটিকা থেকেই দিলীপ ঘোষের এই সমস্যা হচ্ছে । তড়িঘড়ি তাঁকে নিয়ে কলকাতার পথে রওনা দেন দলের কর্মী সমর্থকরা ।

বিজেপি সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শিরদাঁড়ায় সমস্যা ভুগছেন দিলীপ ঘোষ । নিয়মিত ব্যায়াম করতে হয় তাঁকে । কোমরে বেল্টও ব্যবহার করেন । কিন্তু, দলীয় কর্মসূচির চাপে ইদানীং ব্যায়াম করার সময় পাচ্ছেন না বিজেপি রাজ্য সভাপতি । কোমরে বেল্টও পরছেন না, আর তাতেই পুরানো যন্ত্রণা ফের চাগাড় দিয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে । সরস্বতী পুজোর দিন নিজের কেন্দ্রে নানা কর্মসূচি থাকলেও, শারীরিক অসুস্থতার জন্য তা বাতিল করে দিতে হয়েছে । যতদিন তিনি সুস্থ হয়ে না উঠছেন, ততদিন রাজ্য বিজেপি সভাপতির সব কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর ।

কোন মন্তব্য নেই: