আবারও যৌন নির্যাতনের শিকার এক শিশুকন্যা, ধৃত অভিযুক্ত - Aaj Bikel
 আবারও যৌন নির্যাতনের শিকার এক শিশুকন্যা, ধৃত অভিযুক্ত

আবারও যৌন নির্যাতনের শিকার এক শিশুকন্যা, ধৃত অভিযুক্ত

Share This


কলকাতা : কলকাতায় আবারও এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। মঙ্গলবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কসবা থানার অন্তর্গত রাজডাঙা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম হল, রাজু রাজংবশী| অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় রাজডাঙা মেন রোডের বাসিন্দা বছর ছ’য়েকের ওই শিশুকন্যাকে কোনও অছিলায় নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় রাজু রাজংবশী| ঘরের ভিতরে শিশুকে নিয়ে অপকর্ম করে সে । এমনকি, ঘটনার কথা কাউকে না জানানোর জন্য শিশুটিকে হুমকিও দেয় রাজু । ঘটনার আকস্মিকতায় রীতিমতো ভয় পেয়ে যায় শিশুটি । রাজুর বাড়ি থেকে বেরিয়ে কাঁদতে শুরু করে সে। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে অভিযুক্ত যুবক। কিন্তু, তাকে ধরে ফেলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় কসবা থানায় । ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাজু রাজবংশীকে গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ।

গত ডিসেম্বরেই কলকাতার রানিকুঠিতে জিডি বিড়লা স্কুলে আড়াই বছরের একটি শিশুকে যৌন হেনস্থার ঘটনায় শোরগোল পড়েছিল শহর জুড়ে । ঘটনায় অভিযুক্ত স্কুলেরই ২ শিক্ষককে গ্রেফতারও করা হয় । আবার এই কলকাতায় যৌন হেনস্থার শিকার হল এক শিশুকন্যা । তবে এবার স্কুলে নয়, বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । শহরে এই ধরনের ঘটনা বাড়তে থাকায় উদ্বিগ্ন বিশিষ্ঠ জনেরা । এর জন্য সমাজ সচেতনতার প্রয়েজন বলে মনে করছেন তাঁরা।

কোন মন্তব্য নেই: