প্রাইমারি স্কুলে শিক্ষকতার টেট পরীক্ষার নমুনা (শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান) - Aaj Bikel
প্রাইমারি স্কুলে শিক্ষকতার টেট পরীক্ষার নমুনা (শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান)

প্রাইমারি স্কুলে শিক্ষকতার টেট পরীক্ষার নমুনা (শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান)

Share This

 রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষকতার জন্য অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতার সঙ্গে টেট পাশ হওযা চাইই৷ পরীক্ষার প্রস্তুতি সহায়তার জন্য ধারাবাহিকভাবে দেওয়া হবে আজ বিকেল প্র্যাকটিস সেট৷ আজ দেওয়া হল শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞানের উপর ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা৷

শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান


১. নিম্নলিখিত কোনটি শিশু শিক্ষার ভিত্তি নয়?
(ক) ইন্দ্রিয় অনুভূতি শিক্ষা (খ) পেশী ও অঙ্গ-প্রত্যঙ্গের সুসমন্বিত সঞ্চালনের শিক্ষা (গ) প্রকৃতির জগতে ব্যবহারিক শিক্ষা (ঘ) সুসংহত বৌদ্ধিক শিক্ষা


২. শিশু শিক্ষার মূল উদ্দেশ্য কী?
(ক) সুস্থ সবল ব্যক্তিত্ব গঠন (খ) ব্যবহারিক জীবনে প্রতিষ্ঠা (গ) আর্থিক জীবনে-প্রতিষ্ঠা (ঘ) সামগ্রিক শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি


৩. শিশুশিক্ষা সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান কারা করেছিলেন?
(ক) বার্লিংহাম ও অ্যানাফ্রযে (খ) ডেভিড ম্যাকমিলন ও ফ্লেমিং ম্যাকমিলন (গ) মন্তেসরি (ঘ) রুসে


৪. শিক্ষায় কিড বা উপহারের প্রবর্তন কে করেছিলেন?
(ক) মন্তেসরি (খ) রুসো (গ) ফ্রযবেল (ঘ) ভলতেযার


৫. কিন্ডারগার্টেন শিক্ষার মূল নীতি কী?
(ক) প্রয়োগপদ্ধতির মধ্যে দিয়ে আত্মপ্রকাশ (খ) দলবদ্ধভাবে শিক্ষাদান (গ) শিশুর
কল্পনা বিস্তারে স্বাধীনতা (ঘ) খেলোয়াড় হিসাবে খেলার দাম


৬. নার্সারি শিক্ষালয়ে প্রবর্তক কে?
(ক) মাদাম কুরি (খ) ফ্রয়বেল (গ) ডিউই (ঘ) মার্গরেট ম্যাকমিলান ও র‌্যাচেল ম্যাকমিলান


৭. মানুষের ইচ্ছার দ্বারা মস্তিষ্কের যে ক্রিযা নিয়ন্ত্রিত হয় তাকে কী বলে?
(ক) স্বয়ংক্রিয় চিন্তা (খ) বাস্তব চিন্তা (গ) বহির্মুখী চিন্তা (ঘ) অন্তর্মুখী চিন্তা


৮. ব্যক্তি তাঁর জীবনকালের কোন স্তরে বিমূর্ত, সাধারণ এবং আধ্যাত্মিক চিন্তা করতে পারেন?
(ক) প্রাক্ শৈশবকাল (খ) যৌবনকাল (গ) বয়ঃসন্ধিকাল (ঘ) গত শৈশবকাল


৯. শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক বাড়াতে হলে একজন শিক্ষকের কী করা উচিত?
(ক) শিক্ষার্থীদের ভালোবাসা উচিত (খ) সকল শিক্ষার্থীদের বন্ধু হওযা উচিত  (গ) শিক্ষার্থীদেরকে আলাদা-আলাদা ভাবে মনোযোগ দেওযা উচিত (ঘ) তাদের সঙ্গে যোগাযোগটা ভালো রাখা উচিত


১০. শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ বাড়াতে হলে কী করা উচিত?
(ক) নৈতিক মূল্যবোধ সম্পর্কিত কাজে উত্সাহিত করা (খ) বক্তৃতার আয়োজন করা (গ) নৈতিক মূল্যবোধ সম্পর্কিত বিষয় প্রদর্শন করা উচিত (ঘ) কোনটি সঠিক নয়



উত্তর
১. (ঘ) ২. (ক) ৩. (ক) ৪. (গ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (ক) ৮. (গ) ৯. (ঘ) ১০. (ক)

আরও পড়ুন-
 

কোন মন্তব্য নেই: