প্রাইমারি স্কুলে শিক্ষকতার টেট পরীক্ষার নমুনা (প্রথম ভাষা) - Aaj Bikel
প্রাইমারি স্কুলে শিক্ষকতার টেট পরীক্ষার নমুনা (প্রথম ভাষা)

প্রাইমারি স্কুলে শিক্ষকতার টেট পরীক্ষার নমুনা (প্রথম ভাষা)

Share This

 রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষকতার জন্য অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতার সঙ্গে টেট পাশ হওযা চাইই। পরীক্ষার প্রস্তুতি সহায়তার জন্য ধারাবাহিকভাবে দেওযা হবে আজ বিকেল প্র্যাকটিস সেট৷ আজ দেওয়া হল প্রথম ভাষার উপর ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা৷


প্রথম ভাষা

১. পিতা শব্দটি কোন ধরনের শব্দ?

(ক) তৎসম (খ) অর্ধতত্সম (গ) তদ্ভব (ঘ) দেশি

২. নিচের কোন শব্দের বানান ঠিক?

(ক) নিষ্ক্রিয় (খ) গড্ডালিকাপ্রবাহ (গ) পরিষ্কার (ঘ) ব্যথা

৩. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়?

(ক) নবান্ন (খ) শ্যামা (গ) শাপমোচন (ঘ) চিত্রাঙ্গদা

৪. জিলাপি>জিলিপি এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

(ক) অপিনিহিতি (খ) স্বরভক্তি (গ) স্বরসঙ্গতি (ঘ) সমীকরণ

৫. নিচের কোন শব্দের পাশে সঠিক শব্দার্থ লেখা নেই?

(ক) ষোড়শী ষোল বছর বয়স্কা নারী (খ) কপোল কপাল (গ) আদ্যন্তআদি থেকে

অন্ত (ঘ) বাতায়নজানালা


৬. নিচের কোন শব্দের পাশে প্রতিশব্দ শব্দ লেখা নেই?

(ক) দ্বেষহিংসা (খ) কুলনদীতীর (গ) পাণিহাত (ঘ) পরিচ্ছদপোশাক

৭. নিচের কোন পদ পরিবর্তনটি সঠিক নয?

(ক) ঈশ্বর ঐশ্বরিক (খ) বিচ্ছেদবিচ্ছিন্ন (গ) গ্রাম্য গেঁয়ো (ঘ) শরীরশারীরিক

৮. নীল রঙের আকাশটা কতই না দূর! এটি হল

(ক) বিস্ময়সূচক বাক্য (খ) অনুজ্ঞাবাচক (গ) অস্ত্যর্থক বাক্য (ঘ) নেতিবাচক বাক্য

৯. ‘আবার আসিব ফিরে ....... তীরে এই বাংলায়’ শূন্যস্থান পূরণ করুন।

(ক) জন্মভূমির (খ) ধানসিঁড়িটির (গ) জলঙ্গীর (ঘ) নবান্নের

১০. সুকুমার রায়ের খিচুড়ি কবিতায় হাঁসের সঙ্গে কোন প্রাণীর দেহ মিলে অদ্ভুত জন্তু তৈরি হয়েছিল?

(ক) তিমি (খ) হাতি (গ) বক (ঘ) সজারু


উত্তর

১. (ক) ২. (ঘ) ৩. (ক) ৪. (গ) ৫. (খ) ৬. (খ) ৭. (গ) ৮. (ক) ৯. (খ) ১০. (ঘ)


আরও পড়ুন-

কোন মন্তব্য নেই: