নতুন বছরে জিও-ভোডাফোনে’র অফারের লড়াই তুঙ্গে - Aaj Bikel
নতুন বছরে জিও-ভোডাফোনে’র অফারের লড়াই তুঙ্গে

নতুন বছরে জিও-ভোডাফোনে’র অফারের লড়াই তুঙ্গে

Share This


নয়াদিল্লি: নতুন বছরের আগে নতুন উপহার ঘোষণা করল ভোডাফোন৷ একই সঙ্গে বড়দিনে গ্রাহকদের খুশি করতে জোড়া অফার বাজারে ছাড়ল রিলায়েন্স জিও৷


প্রতিযোগিতার বাজারে টিকে থাকার লড়াইয়ে কম দামে নতুন প্যাকেজ ঘোষণা করে গ্রাহকদের জন্য সুখবর দিল দুই টেলিকম সমস্থা৷ প্রিপেড গ্রাহকদের জন্য ১৯৮ টাকায় আনলিমিটেড কল ও প্রতিদিন ১জিবি করে ডেটা দেওয়ার কথা ঘোষণা করেছে ভোডাফোন৷ একই সঙ্গে জিও’র তরফে ১৯৯ ও ২৯৯ টাকায় আনলিমিটেড কল ও প্রতিদিন ১জিবি করে ডেটা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷


মোট ২৮দিনের ১৯৮ টাকার এই প্যাকেজে এসটিডি কলও ফ্রি রাখা হয়েছে৷ সঙ্গে ১ জিবি করে ডেটা দেওয়া কথাও জানিয়েছে ভোডাফোন৷ এই প্যাকেজের মাধ্যমে গ্রাহকরা রেমিংয়েরও সুবিধা পাবেন বলে জানানো হয়েছে৷ কোনও গ্রাহক রোমিংয়ে থাকলেও উপরের সমস্ত সুবিধাই তিনি পাবেন৷ একই সঙ্গে দিনে ১০০টি করে এসএমএস ফ্রিতে পাঠাতে পারবেন গ্রাহকরা৷তবে, ওই গ্রাহকের ফোন ফোর জি পরিষেবার থাকাটা বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে৷ তবে, নতুন গ্রাহকদের এই একই সুবিধা পাবেন ২২৯টাকায়৷


১৯৯ টাকায় আনলিমিটেড কল ও আনলিমিটেড ডেটা দেওয়ার কথা ঘোষণা করেছে জিও৷ ১ জিবি হাইস্প্রিড ডেটার পরিমাণও বাড়ানো হয়েছে এই প্যাকেজে৷ এক জিবির বদলে ১.২ জিবি ডেটা দেওয়া কথা ঘোষণা করা হয়েছে৷ ১৯৯ টাকার এই প্যাকেজের বৈধতা থাকবে ২৮ দিন৷ ২৯৯ টাকার অফারে প্রতিদিন হাইস্প্রিড ডেটা ২ ডিবি করে দেওয়ার কথা জানানো হয়েছে৷ সঙ্গে থাকছে আনলিমিটেড কলের সুযোগ৷ প্যাকেজের বৈধতা থাকবে ২৮ দিনের৷ এছাড়াও ৩৯৯ টাকায় এক জিবি ডেটা ৭০ দিনের নতুন প্যাকেজ ঘোষণা করা হয়েছে৷ ৪৫৯ টাকায় ৮৪ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা৷ ৪৯৯ টাকায় ৯১ দিনের জন্য ১ জিবি ডেটা ও ৫০৯ টকায় ৪৯ দিনের জন্য ২জিবি ডেটা দেওয়ার কথা ঘোষণা করছে জিও৷

কোন মন্তব্য নেই: