প্রাথমিকের সিলেবাসে যুগান্তকারী পরিবর্তন আনছে সিলেবাস কমিটি! পড়ুন অত্যন্ত জরুরি এই খবরটি - Aaj Bikel
প্রাথমিকের সিলেবাসে যুগান্তকারী পরিবর্তন আনছে সিলেবাস কমিটি! পড়ুন অত্যন্ত জরুরি এই খবরটি

প্রাথমিকের সিলেবাসে যুগান্তকারী পরিবর্তন আনছে সিলেবাস কমিটি! পড়ুন অত্যন্ত জরুরি এই খবরটি

Share This

আজ বিকেল: জিডি বিড়লাকাণ্ডের পর এবার নড়েচড়ে বসল শিশু সুরক্ষা কমিশন ও সিলেবাস কমিটি৷ শিশুদের উপর যৌন হেনস্থা ও নির্যাতন রুখতে শিশু সচেতনতার উপর আরও গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যৌন হেনস্থা রুখতে শিশুপাঠ্যে বড়সড় রদবদল আনার কথাও ভাবছে সিলেবাস কমিটি৷

শিশু সুরক্ষা কমিশন ও সিলেবাস কমিটি যৌথ উদ্যোগে গুড টাচ ও ব্যাড টাচকে সিলেবাসের আওতায় আনার তোড়জোড় শুরু হয়েছে বলে খবর৷ আপাতত, চতুর্থ শ্রেণির ছাত্রীদের জন্য এই ব্যবস্থা চালু করার কথা ভাবা হচ্ছে৷ পরবর্তীতে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বিষয়টি সিলেবাসে ঢোকানো হবে বলে জানা গিয়েছে৷ আপাতত, প্রথম থেকে তৃতীয় শ্রেণির পড়ুয়াদের কর্মশালা আয়োজনের বিষয়ে ভাবে হচ্ছে৷

ওই কর্মশালায় মূলত, শিশুদের গুড টাচ ও ব্যাড টাচকে অনুভূতি কেমন, তা সম্যক জ্ঞান দিতেই এই ভাবনা বলেই জানিয়েছে কর্তৃপক্ষ৷ এই পদক্ষেপ কার্যকর হলে স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে৷

জানা গিয়েছে, পাঠ্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করার পর সচেতনতামূলক পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সব ঠিকঠাক থাকলে বিজ্ঞপ্তি জারি করে সরকারি স্কুলেও এই সিলেবাস বদলের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা পড়ুয়াদের এই বিষয়ে সচেতন করবে৷ ইতিমধ্যেই এই বিষয়ে একটি খসড়া শিশু সুরক্ষা কমিশন, সিলেবাস কমিটিকে পাঠিয়ে দিয়েছে৷ শীঘ্রই সব সরকারি স্কুলে কার্যকর হবে এই নতুন সিলেবাস৷

কোন মন্তব্য নেই: