নয়াদিল্লি: প্রাথমিকে সিলেবাস বদলের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে মুখ পোড়ালেন বিজেপি৷ ছ’য় বছর থেকে ১৪ বছরের পড়ুয়াদের জন্য ‘এক দেশ এক সিলেবাস’ চালু করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা ঠোকেন সিনিয়র আইনজীবী তথা বিজেপি ঘনিষ্ঠ সাজন পোওভায়৷ গত শুক্রবার ছিল এই মামলার শুনানি৷ মামলার সওয়াল-জবাব শুনে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে সাফ জানিয়ে দেয়, দেশজুড়ে কখনই এক সিলেবাস চালু করা সম্ভব নয়৷
মামলা খারিজ হলেও ‘এক দেশ এক সিলেবাস’ চালুর দাবিতে মরিয়া চেষ্টা চালিয়ে যান বিজেপি ঘনিষ্ঠ ওই আইনজীবী৷ শিক্ষার অধিকার আইনকে ঢাল করে মামলাকারী আইনজীবীদের তরফে জানানো হয়, গোটা দেশে এক সিলেবাসা চালু হলে আখেরে বাড়বে শিক্ষার মান৷ মামলাকারীর যুক্তি খারিজ করে বিশেষ বেঞ্চ জানিয়ে দেয়, আদালত কখনই এই ব্যবস্থা চালু করার পক্ষ থাকবে না৷ এমনকি, ‘এক দেশ এক সিলেবাস’ কার্যকর করারও নির্দেশ দেবে না৷
এর পরই মামলাকারী আইনজীবীর তরফে দেশের সংবিধানে ২১ক ধারর প্রসঙ্গ টেনে ‘এক দেশ এক শিক্ষা’ চালুর কথা বলা আছে বলেও উল্লেখ করা হয়৷ এমনকি, ‘এক দেশ এক সিলেবাস’ চালুর পাশাপাশি, দেশজুড়ে এক পাঠ্যপুস্তক চালুরও দাবি জানানো হয়৷ এই ব্যবস্থা চালু হলে ‘সবার জন্য সমান শিক্ষা’ সুনিশ্চিত করা যাবে বলেও দাবি জানানো হয়৷ ২১ক ধারায় শিক্ষাকে মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হলেও শিশু শিক্ষার বিষয়টি উল্লেখ করা হয়নি বলেও দাবি জানানো হয়৷ ফলে, শিশু শিক্ষা নিশ্চিত করতে গোটা দেশে এক সিলেবাস চালুর দাবি তোলা হয় এদিন৷
২১ক ধারায় শিক্ষা মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত হলেও ১৬ নম্বর ধারায় শিশু শিক্ষায় সমান অধিকারের বিষয়ে কিছুই বলা হয়নি৷ ফলে, দেশের চলতি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব৷ বিশাল এই দেশে এই নির্দেশ কার্যকর করাটাও কঠিন৷ যেহেতু, শিক্ষা যৌথ তফশিলের মধ্যে পড়ে ফলে, সিলেবাস তৈরি ও তা কার্যকর করার ক্ষমতা একমাত্র সেই রাজ্যের এক্তিয়ারের মধ্যেই পড়ে৷ এক্ষেত্রে আদালত কেন্দ্র রাজ্যের সম্পর্কে হস্তক্ষেপ করতে পারে না৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন