শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ SSC-র, দেখুন কোন বিষয়ে কত আসন রয়েছে - Aaj Bikel
শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ SSC-র, দেখুন কোন বিষয়ে কত আসন রয়েছে

শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ SSC-র, দেখুন কোন বিষয়ে কত আসন রয়েছে

Share This
আজ বিকেল: দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন৷ মেধাতালিকা প্রকাশ হওয়ার পর শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা করল এসএসসি কর্তৃপক্ষ৷ এসএসসির ওয়েব সাইটে দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ তালিকা৷

কমিশনের দেওয়া তথ্য বলছে, কৃষি (পি জি) শূন্যপদ রয়েছে দুটি৷  অ্যানথ্রপলজি (পি জি)-৩টি, আরবি (পি জি)-১৯, বাংলা (পি জি)-১৬৫, জৈবিক বিজ্ঞান (পিজি)-৪৬৮,রসায়ন (পি জি)-৬৩৩, কমার্স (পি জি)-১৪২, কম্পিউটার সায়েন্স (পি জি)-১৪২, অর্থনীতি (পিজি)-১১৮,শিক্ষা (পি জি)-৫৮১,ইংরেজি (পিজি)-২৫১,ফরাসি (পিজি)-১,ভূগোল (পি জি)-২১৯, হিন্দি (পিজি)-১৮,ইতিহাস (পি জি)-২৫৬, হোম ম্যানেজমেন্ট এবং হোম নার্সিং (পি জি)-৪১, হোম সায়েন্স (পি জি)-৩, গণিত (পি জি)-৪৮৫, সঙ্গীত (পি জি)-১৩, নিউট্রিশন (পিজি)-১৬৫,পারসিয়ান (পি জি)-১, দর্শন (পিজি)-৫০৫,পদার্থবিজ্ঞান (পিজি)-৪৬১,রাষ্ট্রবিজ্ঞান (পিজি)-৪৯৭,সাইকোলজি (পি জি)-৫, সংস্কৃত (পিজি)-২৯৫,সাঁওতালি (পিজি)-৩, সমাজবিজ্ঞান (পিজি)-৪৯, পরিসংখ্যান (পিজি)-৫,উর্দু (পিজি)-১২,কম্পিউটার অ্যাপ্লিকেশন (পি জি)-১১৯, অ্যাগ্রোনমি (পিজি)-১৩,ইকোনোমিক জিওগ্রাফি (পি জি)-১, পরিবেশগত গবেষণা (পিজি)-১৩টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে৷

কমিশন আগেই জানিয়েছিল, অন্তত ৫ হাজার ৭০০ শূন্যপদে নিয়োগ হবে৷ উচ্চ মাধ্যমিক-স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষায়  ১লক্ষ ৪৩ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন৷ জানা গিয়েছে, আগামী মাসে শারীরশিক্ষা ও কর্ম-শিক্ষার প্যানেলও প্রকাশিত হবে৷

ধাপে ধাপে এসএসসি তাদের প্যানেল প্রকাশ করবে বলে জানা গিয়েছে৷ তবে, মেধা ও শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও এখনই নিয়োগ হচ্ছে না বলেই জানানো হয়েছে৷

কোন মন্তব্য নেই: