নয়াদিল্লি: পড়ুয়াদের মধ্যে দেশপ্রেমের জিগির তুলতে এবার মাঠে নামলের শিক্ষামন্ত্রী৷ জারি করলেন নয়া ফতোয়া৷ শিক্ষামন্ত্রীর নির্দেশ, এবার থেকে রোলকলের সময় পড়ুয়া আর বলতে পারবেন না ‘ইয়েস স্যার’ কিংবা ‘ইয়েস ম্যাডাম’৷ বলতে হবে ‘জয় হিন্দ’৷
মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিজয় শাহের এহেন নির্দেশ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক৷ দেশজুড়ে বিতর্কের ঝড় উঠলেও কুছ পরোয়া নেই মন্ত্রীর৷ উল্টে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রতিটি সরকারি স্কুলে রোল কলের সময় পড়ুয়াদের বলতেই হবে ‘জয়হিন্দ’৷
নির্দেশ অমান্য করলে শাস্তির নিদানও দেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা, পড়ুয়াদের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতেই মধ্যপ্রদেশ সরকার এই পদক্ষেপ নিতে চলেছে৷ মন্ত্রীর দাবি, যেহেতু জয়হিন্দ শব্দটি সর্বধর্ম গ্রহণযোগ্য, তাই রোলকলের সময় এই শব্দটি ব্যবহার করা যেতেই পারে৷
যদিও, এর আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করেছিলেন, দেশের প্রতিটি নাগরিককে উচিত, তাঁর বাবা-মার জন্য ‘পিতা’ ও ‘মাতা’ শব্দ দুটি ব্যবহার করা৷ মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করেও তীব্র বিতর্ক দেখা দেয়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন