TET পরীক্ষায় বসার সুযোগ না পেয়ে D.El.Ed পড়ুয়াদের মামলা ! - Aaj Bikel
TET পরীক্ষায় বসার সুযোগ না পেয়ে D.El.Ed পড়ুয়াদের মামলা !

TET পরীক্ষায় বসার সুযোগ না পেয়ে D.El.Ed পড়ুয়াদের মামলা !

Share This

মামলার গেরোয় ফের বাধাপ্রাপ্ত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ২০১৫-১৭ শিক্ষাবর্ষের বিএলইডি পাস করা পড়ুয়ারা৷

অভিযোগ, প্রাথমিক শিক্ষা পর্ষদ তাঁদের অনুমতি দেওয়ায় এই মামলা৷ ইতিমধ্যেই চাকরিপ্রার্থীরা মামলা ঠুকে বিষটি দ্রুত শুনানির জন্য বিচারপতি অরিজিৎ বন্যো্যপাধ্যায়ের এজলাসে আর্জি জানিয়েছেন৷ আগামী ২৩ অক্টোবর শুনানির আবেদন জানানো হবে বলে খবর৷

জানা গিয়েছে, ন্যাশনাল কাউন্সিল অব টিচার এডুকেশনের গাইডলাইনে উল্লেখ রয়েছে, দু’বছরের বিএলইডি কোর্সে ভর্তির পর রেজিস্ট্রেশন হয়ে গেলে ছাত্রছাত্রীরা টেট পরীক্ষায় বসতে পারবেন। অভিযোগ, পর্ষদ তাঁদের সেই অনুমতি দেয়নি। পর্ষদের বক্তব্য, তাঁরা এনসিটিসিইর গাইডলাইন মেনে চলছে। সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত পরীক্ষায় বসার অনুমতি তাঁদের দেওয়া হবে না৷ আর এর জেরেই মামলা৷

কোন মন্তব্য নেই: