স্কুলের পর এবার কলেজেও চালু বদলির পদ্ধতি - Aaj Bikel
স্কুলের পর এবার কলেজেও চালু বদলির পদ্ধতি

স্কুলের পর এবার কলেজেও চালু বদলির পদ্ধতি

Share This
স্কুলের মতো এবার কলেজেও শিক্ষকদের সাধারণ ও ‘আপস’ বদলি চালু করতে চলেছে সরকার। এই মর্মে আবেদনপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল উচ্চশিক্ষা দফতর৷ দফতরের এমন পদক্ষেপে স্বভাবতই কলেজ শিক্ষকদের মধ্যে খুশির হাওয়া। তাঁদের বক্তব্য, এতদিন একজন অধ্যাপক কোনও কলেজে চাকরি করতে ঢুকলে, সেখান থেকে আর অন্যত্র যাওয়ার সুযোগ ছিল না। কিন্তু এই বদলি নীতি চালু করে সেই সমস্যা মিটতে চলেছে৷

উচ্চশিক্ষা দফতরের জারি করা ওই বিজ্ঞপ্তিতে দু'রকম বদলিরই আবেদনপত্র দেওয়া হয়েছে৷ তবে এক্ষেত্রে শুধু আবেদনই নয়, কলেজের পরিচালন সমিতির তরফে একটি ' নো অবজেকশন ' সার্টিফিকেটও লাগবে। কলেজ শিক্ষকদের বদলি চালু করার একাধিক সুফল মিলবে বলেও জানিয়েছেন তাঁরা। যেমন, কোনও কলেজে যদি বাড়তি শিক্ষক থাকেন, আর অন্য একটি কলেজে যদি শিক্ষকের সংকট থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত শিক্ষকদের সেখানে বদলি করা যাবে। আবার আপস বদলির মাধ্যমে একজন শিক্ষক তাঁর বাড়ির কাছাকাছি কোনো কলেজে বদলি হয়ে আসতে পারবেন৷

সরকারি কলেজে এই বদলির নিয়ম রয়েছে। কিন্তু সরকার পোষিত কলেজে এতোদিন এই নিয়ম ছিল না। দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছিলেন এইসব কলেজের অধ্যাপকরা। সেই দাবিতে সাড়া দিয়ে এই বদলি চালু করছে শিক্ষা দপ্তর।

কোন মন্তব্য নেই: