পুরোহিত নিয়োগেও PSC’র লিখিত পরীক্ষা, ডাকা হল ইন্টারভিউ! কোথায় জানেন? - Aaj Bikel
পুরোহিত নিয়োগেও PSC’র লিখিত পরীক্ষা, ডাকা হল ইন্টারভিউ! কোথায় জানেন?

পুরোহিত নিয়োগেও PSC’র লিখিত পরীক্ষা, ডাকা হল ইন্টারভিউ! কোথায় জানেন?

Share This
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেরল দেবসোম রিক্রুটমেন্ট বোর্ড। এই প্রথম ছয় দলিত সহ মোট ৩৬ জন অব্রাহ্মণকে রাজ্যের বিভিন্ন মন্দিরে পুরোহিত হিসেবে নিয়োগ করতে চলেছে বোর্ড৷


উল্লেখ‌যোগ্য বিষয় হল আংশিক সময়ের ওইসব পুরোহিতদের নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হয়েছে৷ ওই পরীক্ষা পরিচালনা করেছে পাবলিক সার্ভিস কমিশন৷


কেরলের দেবসোম মন্ত্রী কাডাকাপল্লী রামচন্দ্রন জানিয়েছেন, রাজ্যে পুরোহিত নিয়োগের ক্ষেত্রে কোনও রকম দুর্নীতির সু‌যোগ রাখা হবে না৷ সংরক্ষণ ও মেধার ভিত্তিতেই পুরোহিত নিয়োগ করা হবে। দেবসোম বোর্ড এবার রাজ্যে মোট ৬২ জন পুরোহিত নিয়োগ করছে৷


এদের মধ্যে ২৬ জন উচ্চবর্ণের৷ উল্লেখ্য, দেবসোম বোর্ডের আওতায় রয়েছে রাজ্যের ১,২৮০ মন্দির৷ এর মধ্যে রয়েছে শবরীমালা মন্দিরও৷

কোন মন্তব্য নেই: