পাটনা: ফের সংবাদের শিরোনামে বিহার৷ এতদিন ক্লাস টেন ও দ্বাদশ শ্রেণির ফলাফলে গাফিলতির অভিযোগ উঠে আসছিল, এবার ক্লাস সেভেনের প্রশ্ন পত্রে কাশ্মীরকে ভারতের পৃথক অংশ বলে উল্লেখ করায় জোর বিতর্ক শুরু হয়েছে৷
সর্ব-শিক্ষা অভিযানের আওতায় বিহারে উচ্চপ্রাথমিকে পরীক্ষা চলছে৷ পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে বিহারের রাজ্য শিক্ষা দফতরের শাখা বিহার এডুকেশন প্রজেক্ট কাউন্সিল (BEPC)৷ গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে পরীক্ষা। যা শেষ হবে আজ। এই প্রেক্ষিতে বিইপিসি প্রোজেক্ট ডিরেক্টর সঞ্চয় কুমার সিংহ জানান, ছাপার সময় একটি শব্দ বাদ পড়ায় এই ভুল হয়েছে৷
বিষয়টি বিহারের বৈশালি জেলার এক ছাত্রের নজরে প্রথমে আসে। এরপর বৈশালী জেলার শিক্ষা আধিকারিককে এনিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, "আমি ছুটিতে ছিলাম। বিষয়টি কী হয়েছে বলতে পারব না।"এবং সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে। তবে ছাপার ভুলের জন্যই ওই ঘটনা হয়েছে বলেও দাবি করেছেন তিনি৷
সর্ব-শিক্ষা অভিযানের আওতায় বিহারে উচ্চপ্রাথমিকে পরীক্ষা চলছে৷ পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে বিহারের রাজ্য শিক্ষা দফতরের শাখা বিহার এডুকেশন প্রজেক্ট কাউন্সিল (BEPC)৷ গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে পরীক্ষা। যা শেষ হবে আজ। এই প্রেক্ষিতে বিইপিসি প্রোজেক্ট ডিরেক্টর সঞ্চয় কুমার সিংহ জানান, ছাপার সময় একটি শব্দ বাদ পড়ায় এই ভুল হয়েছে৷
বিষয়টি বিহারের বৈশালি জেলার এক ছাত্রের নজরে প্রথমে আসে। এরপর বৈশালী জেলার শিক্ষা আধিকারিককে এনিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, "আমি ছুটিতে ছিলাম। বিষয়টি কী হয়েছে বলতে পারব না।"এবং সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে। তবে ছাপার ভুলের জন্যই ওই ঘটনা হয়েছে বলেও দাবি করেছেন তিনি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন