পড়ুয়াদের ভয় কাটাতে স্কুলগুলিকে কেন্দ্রের নয়া নির্দেশ মানতে বলল সুপ্রিম কোর্ট - Aaj Bikel
পড়ুয়াদের ভয় কাটাতে স্কুলগুলিকে কেন্দ্রের নয়া নির্দেশ মানতে বলল সুপ্রিম কোর্ট

পড়ুয়াদের ভয় কাটাতে স্কুলগুলিকে কেন্দ্রের নয়া নির্দেশ মানতে বলল সুপ্রিম কোর্ট

Share This

নয়াদিল্লি:  স্কুলে শিশুদের নিরাপত্তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। স্কুলে গিয়েও শিশুরা নিরাপদ নয় সাম্প্রতিক কিছু ঘটনা সেটাই প্রমাণ দিয়েছে। তাই দেশের সব বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় সরকারের 'নিরাপত্তা নির্দেশিকা' রাজ্যগুলিকে কার্যকর করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, কেন্দ্র এই প্রসঙ্গে যে গাইডলাইন দিয়েছে, তা এমনভাবে রাজ্যগুলিকে বাস্তবায়িত করতে হবে, যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে নিজেদের নিরাপদ মনে করে। তারা যেন কোনোরকম আতঙ্কে না ভোগে৷

সম্প্রতি রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে সাত বছরের এক শিশু খুন হয়। তার হতভাগ্য বাবার মামলা সূত্রেই আদালত ওই নির্দেশ দিয়েছে। মামলার শুনানি পর্বে ভারত সরকারের তরফে আইনজীবী রঞ্জিত কুমার বেঞ্চকে জানান, প্রাসঙ্গিক নির্দেশিকা তৈরি করে রাজ্য সরকারগুলিকে পাঠানো হয়েছে। মূলত ২০০৯ সালের ' রাইট অব চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসরি এডুকেশন অ্যাক্ট ' অনুসরণেই ওই নির্দেশিকা তৈরি করা হয়েছে৷


তিনি জানান, এই শিশুমৃত্যুর ঘটনার পর আরও তিন প্রস্থ নির্দেশিকা রাজ্যগুলিকে কার্যকর করার জন্য পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ২০১৪ সালের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি নির্দেশিকাতেও কিছু সংশোধনী এই কারণে আনা হয়েছে৷


উল্লেখ্য, এই মামলার শুনানিতে বিহার, তামিলনাড়ু, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ অংশগ্রহণ করেছিল। সেই সূত্রে দেশের অন্য রাজ্যগুলির মুখ্যসচিবদের মামলার নোটিশ পাঠাতে বলেছে আদালত। যাতে এই প্রসঙ্গে তাদের মতামতও মেলে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) প্রাসঙ্গিক নির্দেশিকাও রাজ্যগুলির আইনজীবীদের (স্ট্যান্ডিং কাউন্সিল) পাঠাতে বলেছে আদালত৷


পাশাপাশি এইসব নির্দেশিকা তাদের ওয়েবসাইটে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ও সিবিএসইকে নির্দেশ দিয়ে বেঞ্চ বলেছে, কোনও নির্দেশিকা যখন কার্যকর করতে বলা হচ্ছে, তখন তা যেন আক্ষরিক অর্থেই কার্যকর করা হয়৷

কোন মন্তব্য নেই: