দীপাবলির উপহার: শিক্ষক ও অধ্যাপকদের বিশাল বেতন বৃদ্ধি ঘোষণা - Aaj Bikel
দীপাবলির উপহার: শিক্ষক ও অধ্যাপকদের বিশাল বেতন বৃদ্ধি ঘোষণা

দীপাবলির উপহার: শিক্ষক ও অধ্যাপকদের বিশাল বেতন বৃদ্ধি ঘোষণা

Share This
আজ বিকেল: দীপাবলির উপহার৷ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিশাল বেতন বৃদ্ধি করল কেন্দ্র৷ বুধবার ৭ম বেতন কমিশন অনুসারে তাঁদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ বুধবার কেন্দ্র ও রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলির সাড়ে সাত লক্ষ অধ্যাপকের বেতন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত বছরের ১ জানুয়ারি থেকে অধ্যাপকদের বেতন বৃদ্ধি সিদ্ধান্ত কার্যকর হবে। এদিন প্রায় ২২ থেকে ২৮ শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ অনুমোদন দেওয়া হয়৷ 

কেন্দ্রের এই বেতন বৃদ্ধির ঘোষণায় রাজ্যের অন্তত ৩২৯টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপকৃত হবেন৷ একই সঙ্গে দেশের মোট ১২৯১২টি কলেজ ও ৪৩টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই সুবিধা পেতে চলেছেন৷ একই সঙ্গে কেন্দ্রীয় অনুমোদন-প্রাপ্ত স্কুলগুলিকেও সপ্তম পে কমিশনে অন্তর্ভূত করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ 


দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাড়ে সাত লক্ষ অধ্যাপকদের বেতন বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রের এই সিদ্ধান্তে একদিকে যেমন  রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা উপকৃত হবেন, তেমনি ইউজিসি-র অনুদানপ্রাপ্ত কলেজগুলিও লাভবান হবে। গত বছরের ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন পাবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা৷ 


কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন,  দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিভাবান শিক্ষকদের নিয়োগ  ও তাঁদের ধরে রাখার জন্য ভাল বেতন দেওয়া অত্যন্ত জরুরী। তাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

কোন মন্তব্য নেই: