মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনেও বাধ্যতামূলক আধার - Aaj Bikel
মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনেও বাধ্যতামূলক আধার

মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনেও বাধ্যতামূলক আধার

Share This
আজ বিকেল: নবম ও একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য এবার থেকে আধার নম্বর বাধ্যতামূলক করল সিবিএসই বোর্ড৷ এই প্রথম পরীক্ষার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনও বোর্ড আধার নম্বর আবশ্যিক করল। কিন্তু প্রশ্ন হল, যে পড়ুয়াদের আধার নম্বর নেই, তারা কি করবে? জানানো হয়েছে, তাদের ক্ষেত্রে আধার নথিভুক্ত করার আবেদনপত্রের নম্বর দিতে হবে। সম্প্রতি স্কুলগুলিকে এক বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে সিবিএসই৷

এই দুই শ্রেণির ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য ওই বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, টাকা জমা দেওয়ার প্রক্রিয়া- এই সবকিছুই উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। গোটা প্রক্রিয়াই হবে অনলাইনে। সেখানেই বলা হয়েছে, ফরম পূরণ করার সময় আধার নম্বর চাওয়া হলে, তা পূরণ করতেই হবে৷ তবে কারও যদি আধার নম্বর বা আধারে নাম নথিভুক্ত করার নম্বর না থাকে, সেক্ষেত্রে ওই পড়ুয়া তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেবে৷ 


এছাড়া প্রত্যেক স্কুলকে অনলাইনে তাদের নাম নথিভুক্ত করতে হবে বলেও জানানো হয়েছে। এর আগে কেন্দ্র একাধিক ক্ষেত্রে আধার নম্বর বাধ্যতামূলক করেছে। তার মধ্যে স্কলারশিপ, গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাওয়াও রয়েছে। তবে আইসিএসই স্কুলগুলি তাদের মার্কশিট এবং অন্যান্য নথি ডিজিটাল লকারে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য আধার নম্বরের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আগে কোনও বোর্ড এই কাজ করেনি৷


সিবিএসই এই নির্দেশ দিলেও, রাজ্যের বোর্ডগুলি তেমন কোনও নির্দেশিকা জারি করেনি বলেই খবর৷ এদিকে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করবে, তাদের জন্য দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসতেই হবে। এটা আবশ্যিক বলে জানিয়েছে সিবিএসই। এবার থেকে দশম শ্রেণির পরীক্ষার ধাঁচ বদলেছে তারা। ৮০ নম্বরের লেখা পরীক্ষা থাকবে। আর বাকি ২০ নম্বর থাকছে ইন্টার্নাল অ্যাসেসমেন্টের জন্য। দু'টি পরীক্ষাতেই পাশ করার হার ন্যূনতম ৩৩ শতাংশ ধার্য করা হয়েছে৷

কোন মন্তব্য নেই: