আজ বিকেল: দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের নাম থেকে মুছে দেওয়া হোক হিন্দু ও মুসলিম শব্দ৷ এরকমই প্রস্তাব দিয়েছিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন৷ সংক্ষেপে ইউজিসি৷ কিন্তু সেই প্রস্তাব একেবারে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷
চাকরির সমস্ত খবর জানতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে
চাকরির সমস্ত খবর জানতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে
ধর্মনিরপেক্ষ দেশে শিক্ষা প্রতিষ্ঠানের নামের সঙ্গে ধর্মের সংযোগ না থাকাই ভাল৷ এমনটাই মত ছিল ইউজিসি-র এক কমিটির৷ প্রায় দশটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আর্থিক হিসেবনিকেশ খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছিল৷ সবদিক খতিয়ে দেখে কমিটির প্রস্তাব ছিল, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ও বেনারস হিন্দু ইউনিভার্সিটির নাম পরিবর্তন করা হোক৷ কেননা এই ধরনের নাম দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর সঙ্গে মানানসই নয়৷
চাকরির সমস্ত খবর জানতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে
চাকরির সমস্ত খবর জানতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে
এই প্রসঙ্গে জাভড়েকর বলেন, ‘‘দুটি প্রতিষ্ঠানই বহু প্রাচীন। সুতরাং নাম পরিবর্তন করার কোনও প্রশ্ন উঠছে না৷’’ ইতিমধ্যেই আলিগড় মুসিলম ইউনিভার্সিটির পক্ষে কমিটির এই প্রস্তাবের জবাব দেওয়া হয়েছিল৷ জানানো হয়েছিল, নাম এরকম মানেই কিন্তু বিশ্ববিদ্যালয় কোনও একটি নির্দিষ্ট ধর্মের পড়ুয়াদের জন্য তা নয়৷ বরং বিশ্ববিদ্যালয় বরাবর ধর্মনিরপেক্ষ চরিত্রই বজায় রাখে৷ বেনারস হিন্দু ইউনিভার্সিটির তরফে অবশ্য এর কোনও জবাব দেওয়া হয়নি৷
জাভড়েকর জানান, দুই প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কোনও ইচ্ছে কেন্দ্রের নেই৷ এরকম কোনও সিদ্ধান্ত নেওয়াও হয়নি৷ অন্যান্য বিষয় খতিয়ে দেখতে কমিটি তৈরি হয়েছিল জানিয়ে জাভড়েকর বলেন, ‘‘সরকার এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। দুটি প্রতিষ্ঠানই প্রাচীন ও স্বনামধন্য৷’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন