বিশ্ববিদ্যালয় থেকে হিন্দু ও মুসলিম শব্দ বাদ দেওয়ার ইউজিসি’র প্রস্তাব খারিজ - Aaj Bikel
বিশ্ববিদ্যালয় থেকে হিন্দু ও মুসলিম শব্দ বাদ দেওয়ার ইউজিসি’র প্রস্তাব খারিজ

বিশ্ববিদ্যালয় থেকে হিন্দু ও মুসলিম শব্দ বাদ দেওয়ার ইউজিসি’র প্রস্তাব খারিজ

Share This
আজ বিকেল: দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের নাম থেকে মুছে দেওয়া হোক হিন্দু ও মুসলিম শব্দ৷  এরকমই প্রস্তাব দিয়েছিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন৷ সংক্ষেপে ইউজিসি৷ কিন্তু সেই প্রস্তাব একেবারে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷

চাকরির সমস্ত খবর জানতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে

ধর্মনিরপেক্ষ দেশে শিক্ষা প্রতিষ্ঠানের নামের সঙ্গে ধর্মের সংযোগ না থাকাই ভাল৷  এমনটাই মত ছিল ইউজিসি-র এক কমিটির৷ প্রায় দশটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আর্থিক হিসেবনিকেশ খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছিল৷ সবদিক খতিয়ে দেখে কমিটির প্রস্তাব ছিল, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ও বেনারস হিন্দু ইউনিভার্সিটির নাম পরিবর্তন করা হোক৷ কেননা এই ধরনের নাম দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর সঙ্গে মানানসই নয়৷

চাকরির সমস্ত খবর জানতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে

এই প্রসঙ্গে জাভড়েকর বলেন, ‘‘দুটি প্রতিষ্ঠানই বহু প্রাচীন। সুতরাং নাম পরিবর্তন করার কোনও প্রশ্ন উঠছে না৷’’ ইতিমধ্যেই আলিগড় মুসিলম ইউনিভার্সিটির পক্ষে কমিটির এই প্রস্তাবের জবাব দেওয়া হয়েছিল৷ জানানো হয়েছিল, নাম এরকম মানেই কিন্তু বিশ্ববিদ্যালয় কোনও একটি নির্দিষ্ট ধর্মের পড়ুয়াদের জন্য তা নয়৷ বরং বিশ্ববিদ্যালয় বরাবর ধর্মনিরপেক্ষ চরিত্রই বজায় রাখে৷ বেনারস হিন্দু ইউনিভার্সিটির তরফে অবশ্য এর কোনও জবাব দেওয়া হয়নি৷

জাভড়েকর জানান, দুই প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কোনও ইচ্ছে কেন্দ্রের নেই৷ এরকম কোনও সিদ্ধান্ত নেওয়াও হয়নি৷ অন্যান্য বিষয় খতিয়ে দেখতে কমিটি তৈরি হয়েছিল জানিয়ে জাভড়েকর বলেন, ‘‘সরকার এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। দুটি প্রতিষ্ঠানই প্রাচীন ও স্বনামধন্য৷’’

কোন মন্তব্য নেই: