ভুয়ো ছবি পোস্ট করে চূড়ান্ত বিড়ম্বনায় রাজ্যের শিক্ষকদেরই একাংশ - Aaj Bikel
ভুয়ো ছবি পোস্ট করে চূড়ান্ত বিড়ম্বনায় রাজ্যের শিক্ষকদেরই একাংশ

ভুয়ো ছবি পোস্ট করে চূড়ান্ত বিড়ম্বনায় রাজ্যের শিক্ষকদেরই একাংশ

Share This
আজ বিকেল: সোশ্যাল মিডিয়ায় লোগো পোস্ট করে অস্বস্তিতে পড়লেন রাজ্যের শিক্ষকদের একাংশ। সোশ্যাল মিডিয়ার নানা কুপ্রভাব থেকে পড়ুয়াদের বাঁচাতে রাজ্যের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অথচ যাচাই না করা একটি খবর ছড়িয়ে বিড়ম্বনায় পড়লেন রাজ্যের শিক্ষকদেরই একাংশ৷
ঠিক কি ঘটেছিল? সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে স্কুল-বিভিন্ন স্তরের শিক্ষকদের ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে একটি লোগো। 


লেখা, ডাক্তারদের মতো শিক্ষকরাও ওই বিশেষ লোগোটি গাড়িতে ব্যবহার করতে পারবেন। এর পরেই শিক্ষকদের একাংশ উচ্ছ্বাসে ফেটে পড়েন। ফেসবুক, হোয়াটসঅ্যাপে দ্রুত ছড়িয়ে পড়ে এই বার্তা। যা পেয়ে খুশি হন বহু শিক্ষক। তাঁদের অনেকেই এ নিয়ে ফেসবুকে নানা বক্তব্য লিখতে শুরু করেন৷ 

কিন্তু এসবের পর কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ আদালত থেকে এমন নির্দেশিকা আসেনি। এই লোগোর সত্যতা নিয়েই প্রশ্ন তোলে তারা। তার পরেই টনক নড়ে ওই সমস্ত শিক্ষকের। ফেসবুকে লোগোটি শেয়ার করেছিলেন এ রকমই এক শিক্ষক তথা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ-সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘আমিও ফেসবুক থেকে পেয়ে শেয়ার করেছিলাম। বাস্তব ভিত্তি ছিল কি না, দেখা হয়নি। যদিও জানতাম, এটা হতে গেলেও একটা পদ্ধতি অবলম্বন করতে হয়৷’’ 


একই ভাবে ফেসবুকে এই লোগো পোস্ট করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এক শিক্ষক৷ তিনি বলেন, ‘‘পোস্ট করেছিলাম। পরে সত্যতা না থাকায় মুছে দিয়েছি।’’ শিক্ষকদের একাংশের দাবি, পাঞ্জাবের কোনও এক সংস্থা এই লোগো তৈরি করে ছেড়ে দিয়েছে। প্রথমে তাঁরা সেটা বুঝতে পারেননি৷

কোন মন্তব্য নেই: