প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবীর সংক্ষিপ্ত জীবনী - Aaj Bikel
প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবীর সংক্ষিপ্ত জীবনী

প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবীর সংক্ষিপ্ত জীবনী

Share This

নয়াদিল্লি: প্রয়াত বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবী৷ মঙ্গলবার রাতে বিএম বিড়লা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর৷ পদ্মশ্রী, পদ্মভূষন, পদ্মবিভূষন সম্নান পেয়েছেন বেনারস ঘরানার এই শিল্পী৷ গিরিজা দেবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷



১৯২৯ সালের ৮ মে বারাণসীতে জন্ম হয় বেনারস ঘরানার এই সঙ্গীতশিল্পীর৷ বাবা রামদেও রাই ছিলেন জমিদার৷ বাবা হারমোনিয়াম বাজাতেন এবং সঙ্গীত শেখাতেন৷ বাবার কাছ থেকেই সঙ্গীতের হাতেখড়ি গিরিজা দেবীর৷ পাঁচ বছর বয়সে কণ্ঠশিল্পী এবং সারঙ্গী বাদক সরযূপ্রসাদ মিশ্রের কাছ থেকে তিনি খেয়াল ও টপ্পায় শিক্ষা নিতে থাকেন৷ সঙ্গীতের পাশাপাশি তিনি ছবিতে অভিনয়ও করেছেন৷ ১৯৫১ সালে বিহারে প্রথম জনসমক্ষে পারফর্ম করেন গিরিজা দেবী৷


বেনারস থেকে এসে কলকাতাতেই রয়ে গিয়েছিলেন৷  শাস্ত্রীয় ও ধ্রুপদী সঙ্গীতের পাশাপাশি, ঠুংরিকে জনপ্রিয় করার নেপথ্যে বড় অবদান ছিল গিরিজা দেবীর৷  এছাড়া কাজরি, দাদরা, চৈতিতেও ছিল তাঁর অগাধ বিস্তার৷ সঙ্গীত জীবনে পদ্মশ্রী, পদ্মভূষন, পদ্মবিভূষন, সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার, মহা সঙ্গীত সম্মান সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি৷ গিরিজা দেবীর মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া৷

কোন মন্তব্য নেই: