বাড়ল না বেতন, বদলে জুটল দু’দিন ছুটি - Aaj Bikel
বাড়ল না বেতন, বদলে জুটল দু’দিন ছুটি

বাড়ল না বেতন, বদলে জুটল দু’দিন ছুটি

Share This

কলকাতা: বেতন বাড়ল না এক টাকাও৷ বদলে বাড়ল দু’দিন ছুটি৷ আর্থিক সুরাহা না করতে পেরে পার্শ্বশিক্ষকদের ছুটি বাড়িয়ে সান্ত্বনা দিল রাজ্য৷ এতদিন তাঁরা বছরে ১২ দিন ক্যাজুয়াল লিভ (সিএল) পেতেন৷ এবার সেটা দু’দিন বাড়িয়ে দেওয়া হল৷ তবে এতে প্যারাটিচাররা দারুণ খুশি হয়েছেন, এমনটা নয়৷ তাঁরা ছুটি নয়, চাইছেন বর্ধিত বেতন৷  কিছুদিন আগে বৃত্তিমূলক শিক্ষকদের ক্লাসপ্রতি ভাতা মাত্র ১০ টাকা বাড়ানো হয়েছিল৷ তা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁরা৷


পার্শ্বশিক্ষকদের ঝুলিতে রাজ্য সরকারের এই ‘ভিক্ষা’র বিরুদ্ধে সরব শাসক দলের পার্শ্বশিক্ষকদের সংগঠনও৷ যদিও স্কুলশিক্ষা দফতরের যুক্তি, বেতনবৃদ্ধির বিষয়টি তাদের আওতায় পড়ে না৷ মঙ্গলবার সর্বশিক্ষা মিশনের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক বছরে পার্শ্বশিক্ষকদের ক্যাজুয়াল লিভ ১২ থেকে বাড়িয়ে ১৪ করা হল৷

রাজ্য সরকারের এই পদক্ষেপকে অপমানজনক হিসেবেই দেখছেন পার্শ্বশিক্ষকরা৷ শাসক দলেরই সংগঠন, পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতি হুমকি দিয়েছে, বাম জমানার মতো ফের আন্দোলনে নামবেন তাঁরা৷ এ দিকে সর্বশিক্ষা মিশন সূত্রের খবর, পার্শ্বশিক্ষকদের বেতনের ৬০ শতাংশ দেয় কেন্দ্রীয় সরকার, বাকিটা দেয় রাজ্য৷ কিন্তু বেতনের কাঠামো ঠিক করার দায়িত্ব রাজ্য সরকারের৷ তাই বেতন বৃদ্ধির বিষয়টি নির্ভর করছে রাজ্যের উপরেই৷


সূত্রের খবর, রাজ্যে প্রাথমিক স্তরে মাসে ৫৯৫৪ এবং উচ্চপ্রাথমিক স্তরে ৮১৮৬ টাকা পান পার্শ্বশিক্ষকরা৷ পার্শ্বশিক্ষকদের অভিযোগ, একজন সাধারণ শিক্ষকের মতোই কাজ করতে হয় তাঁদের৷ অথচ শিক্ষকদের মতো সুযোগ-সুবিধা তাঁরা পান না৷ মহিলারা চাইল্ড কেয়ার লিভ-ও পান না৷

কোন মন্তব্য নেই: