নয়াদিল্লি: অবশেষে প্রতীক্ষার অবসান৷ গুজরাট বিধানসভার দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ আজই দুপুরে গুজরাট বিধানসভার ভোট দিন ঘোষণা করা হয়৷ ভোট হবে দু’দফায়৷ আগামী ৯ ও ১৪ ডিসেম্বর গুজরাতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ফল ঘোষণা ১৮ ডিসেম্বর৷ প্রথম পর্বে ৯ ডিসেম্বর ৮৯ আসনে ভোট গ্রহণ করা হবে৷ দ্বিতীয় দফায় ১৪ ডিসেম্বর বাকি ৯৩ আসনে ভোট নেওয়া হবে৷
হিমাচলপ্রদেশে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে কেন গুজরাট ভোটের দিন ঘোষিত হল না, সে নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। বিরোধীদের অভিয়োগ ছিল, ক্ষমতাসীন বিজেপি-র চাপেই ভোটের দিন ঘোষণা করছে না নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রীকে বিভিন্ন প্রকল্প ঘোষণার সুযোগ দিতেই ভোটের দিন ঘোষণা করছে না কমিশন, এমনটাই বলেছেন বিরোধীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন৷
১৮২ সদস্যের গুজরাত বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ২২ জানুয়ারি, ৬৮ সদস্যের বর্তমান হিমাচল বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে ৭ জানুয়ারি৷ গুজরাতের ৫০ হাজারের বেশি বুথে এবার ভোটার-ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট) থাকবে বলে আগেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। ভিভিপ্যাট চলতি বছরের গোড়ায় গোয়া বিধানসভা নির্বাচনে প্রথম ব্যবহার করা হয়েছিল। তিনি এও জানিয়েছেন, গুজরাতের ১৮২টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে একটি করে বুথ থাকবে, যা চালাবেন শুধু মহিলারা।
২০১২-য় গুজরাত বিধানসভা ভোট হয়েছিল দু দফায়, যথাক্রমে ১৩ ও ১৭ ডিসেম্বরে। ৭১.৩২ শতাংশ ভোট পড়েছিল, যা ১৯৮০-র পর থেকে সর্বোচ্চ হার। ১৮২টির মধ্যে ১১৬টিতে জিতে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। ৬০টি আসন পায় কংগ্রেস৷ হিমাচলে ২০১২-র ৪ নভেম্বর বিধানসভা নির্বাচন হয়। কংগ্রেস পায় ৬৮টির মধ্যে ৩৬টি আসন, বিজেপি ২৬টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন