কালীপুজোর আগে কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর - Aaj Bikel
কালীপুজোর আগে কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কালীপুজোর আগে কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Share This
কলকাতা: সোমবার বিদায় নিয়েছে বর্ষা৷ তবে, কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছেই৷ কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে আগামী বৃহস্পতিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভূমিতে ঢুকবে৷

বৃহস্পতিবার কালীপুজো৷ নিম্নচাপটি রাজ্য থেকে অনেকটা দূরে থাকলেও, এখানে তার কিছুটা প্রভাব পড়বে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, বুধ ও বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷

উপকূলবর্তী এলাকায় বেশি বৃষ্টি হতে পারে৷ এই বৃষ্টির সঙ্গে বর্ষা বিদায়ের কোনও সম্পর্ক নেই বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টি হতে পারে। গোটা পূর্ব ভারত থেকে সোমবার আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিয়েছে৷

কোন মন্তব্য নেই: