রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ - Aaj Bikel
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ

Share This
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷ চিফ ফিন্যান্স অফিসার পদে কনট্র্যাক্ট-য়ে লোক নিয়োগ করা হবে৷ আগ্রহী পার্থীরা ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করুন৷


পদের নাম- চিফ ফিন্যান্স অফিসার


শিক্ষাগত যোগ্যতা- আবেদন কারীকে অবশ্যই চ্যাটার্ড অ্যাকাউন্ট,কস্ট অ্যাকাউন্ট্যান্ট বা এমবিএ ডিগ্রি থাকতে হবে৷ বয়সসীমা- আবেদন কারীর বয়স হতে হবে ৫৭ বছরের মধ্যে


বেতন- বাছাই হওয়া প্রার্থীরা মাসে ১২,৫০০ টাকা৷ বাছাই পদ্ধতি- ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে


আবেদনের নিয়মাবলী- নির্দিষ্ট ফরম্যাটে আবেদন পত্র দিয়ে সমস্ত ডকুমেন্ট সহযোগে নীচের ঠিকানায় পাঠিয়ে দিন


'The General Manager, Reserve Bank of India Services Board, IIIrd Floor, RBI Building, Opp. Mumbai Central Railway Station, Byculla, Mumbai - 400008.'

কোন মন্তব্য নেই: