জ্যোতিষ বিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরকে গুগলের শ্রদ্ধা - Aaj Bikel
জ্যোতিষ বিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরকে গুগলের শ্রদ্ধা

জ্যোতিষ বিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরকে গুগলের শ্রদ্ধা

Share This

বিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের জন্মদিনে শ্রদ্ধা জানান গুগল৷ ডুডলের মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জ্যোতিষ বিজ্ঞানীকে শ্রাদ্ধ জানিয়েছে গুগল৷


এক তামিল পরিবারে জন্ম নিয়েছিলেন বিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর৷ ১৯৮৩ খ্রিস্টাব্দে তারার বিবর্তন ও জীবন চক্র সম্বন্ধে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাঁকে উইলিয়াম আলফ্রেড ফাউলারের সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়৷  তারার বিবর্তন বিষয়ে তাঁর আবিষ্কৃত বিষয়টির নাম চন্দ্রশেখর সীমা৷ তিনি স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমণের ভাইপো ছিলেন৷ যিনি ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে সম্মানিত হন৷


কোন মন্তব্য নেই: