মাদ্রাসায় ইন্টারভিউ কবে? কী বলছে কমিশন? - Aaj Bikel
মাদ্রাসায় ইন্টারভিউ কবে? কী বলছে কমিশন?

মাদ্রাসায় ইন্টারভিউ কবে? কী বলছে কমিশন?

Share This
মাদ্রাসায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করতে আদালত রায় দিয়েছে এক মাসেরও বেশি৷ দুর্গাপুজোর ছুটির শেষ হলেই মাদ্রাসা সার্ভিস কমিশনের (এমএসসি) মাধ্যমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরুর কথা ছিল৷ কিন্তু, কবে ইন্টারভিউ শুরু হবে, তা নিয়ে এখনও অন্ধকারে মাদ্রাসা সার্ভিস কমিশনে৷


রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা বলেন , ‘নিয়োগ প্রক্রিয়া কবে ও কী ভাবে শুরু করা হবে, তা নিয়ে এখন আইন দফতরের পরামর্শ চেয়ে ফাইল পাঠানো হয়েছে৷ তার জন্য আমরা অপেক্ষা করছি৷’ বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সভাপতি ইসরারুল হক মণ্ডল বলেন , ‘১১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট কমিশনের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত এক মামলার রায়ে জানিয়ে দিয়েছে , এমএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করতেই পারে৷ কিন্তু, আদালতের অনুমতি ছাড়া কোনও নিয়োগপত্র ইস্যু করা যাবে না৷ তার পরও এতদিন কেটে গেলেও ইন্টারভিউ শুরু করা যাচ্ছে না কেন?’ কমিশনের এক আধিকারিক বলেন , ‘আদালতে মামলা চলছে বলে দফতরের তরফে চিঠি দিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে বলা হয়েছিল৷ এখনও নতুন করে নিয়োগ শুরুর কোনও নির্দেশ আসেনি৷ তাই আমরা অপেক্ষা করছি৷’


দফতরের কর্তাদের মতে, আদালতের নির্দেশেই নিয়োগ পরীক্ষা হয়েছে৷ ইন্টারভিউও হবে৷ আবার হাইকোর্টের অনুমতি সাপেক্ষেই ফলপ্রকাশ করা হবে৷ আর গিয়াসউদ্দিন জানান , আইন দন্তরে ফাইল গিয়েছে নতুন করে নিয়োগ শুরুর সম্মতির জন্য৷ সিগন্যাল পেলেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে৷ বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে , ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর টেট-এর ফল বেরিয়েছিল৷ কিন্তু বিজ্ঞান ও কলা বিভাগের টেট-এর ফল বেরোলেও অজ্ঞাত কারণে আরবি বিষয়ের ফলপ্রকাশ আজও অধরা৷ ২০১৪ সালের ২৪ জুন ও ৮ অগস্ট পঞ্চম থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল৷ প্রথম স্তরে ৫৪ হাজার ১৫৭ জন ও দ্বিতীয় স্তরে ২০ হাজার ১৪২ জন পরীক্ষায় বসেছিল৷ সব মিলিয়ে এমএসসির টেট-এ উত্তীর্ণ হয়েছিলেন ৩ ,৭০৬ জন৷ রাজ্যের মাদ্রাসাগুলিতে এমনিই বেহাল দশা৷


দীর্ঘদিন নিয়োগ না -হওয়ায় , মাদ্রাসায় শূন্যপদ ক্রমশ বেড়ে চলেছে৷ শিক্ষকের অভাবে ধুঁকছে৷ লিখিত পরীক্ষার ফলপ্রকাশের পর দীর্ঘদিন কেটে গিয়েছে৷ প্রায় ১২ হাজার অনুমোদিত শিক্ষক পদের মধ্যে পাঁচ হাজারেরও বেশি পদ শূন্য৷ রাজ্যের ৬১৪টি মাদ্রাসায় কর্মরত কয়েক হাজার শিক্ষক -শিক্ষিকার বদলিও স্থগিত আছে৷ সব মিলিয়েই অচলাবস্থা চরমে৷ এক আধিকারিক জানান , অক্টোবরে সুপ্রিম কোর্টে এমএসসির অস্তিত্ব সংক্রান্ত মামলার পরবর্তী শুনানির কথা আছে৷ ইন্টারভিউ শুরুর আগে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণও দেখে নেওয়া যাবে৷ পরামর্শের অপেক্ষায় মন্ত্রী৷

কোন মন্তব্য নেই: