‘চন্দ্রগুপ্তে’ মজিল মন - Aaj Bikel
‘চন্দ্রগুপ্তে’ মজিল মন

‘চন্দ্রগুপ্তে’ মজিল মন

Share This


রাজা বিশ্বাস: ভীষণ ভালো লাগছে শুনতে। মিনার্ভাতে যে শো তে চন্দ্রগুপ্তের হাত থেকে তরবারি ছিটকে গিয়ে একটা এক্সিডেন্ট হয়েছিল সেই শোটি দেখেছিলাম। কৌশিক কর, অনির্বাণ ভট্টাচার্য ও চাণক্যের ভূমিকায় অধিকারী কৌশিকের অভিনয় আজও চোখে লেগে আছে। মুখিয়ে আছি নতুনটা দেখার জন্য। নন্দকে হত্যা করার পর চাণক্যের গায়ে রক্তের ছিটকে আসা আর অধিকারী কৌশিকের স্থির চোখ আজও স্মৃতিতে বিদ্যমান৷ আশাকরি আবার ম্যাজিক হবে মঞ্চে।

কোন মন্তব্য নেই: