মোদীর শিক্ষাগত যোগ্যতা কী? আরটিআইয়ের জবাব নিয়ে বিতর্ক - Aaj Bikel
মোদীর শিক্ষাগত যোগ্যতা কী? আরটিআইয়ের জবাব নিয়ে বিতর্ক

মোদীর শিক্ষাগত যোগ্যতা কী? আরটিআইয়ের জবাব নিয়ে বিতর্ক

Share This
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষাগত যোগ্যতা নিয়ে দেশজুড়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির বাসিন্দা নিবাসী রাজেন্দর সিং তথ্য জানার অধিকারে  আবেদন করে মোদীর স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং ১৯৭৯ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তালিকা দেখতে চেয়েছেন৷
কারণ দিল্লি ও গুজরাট বিশ্ববিদ্যালয় যে তথ্য দিয়েছে, তাতে ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছেন রাজেন্দর সিং। যদিও কেন্দ্রীয় তথ্য কমিশনের পক্ষ থেকে জানা গিয়েছে, বিষয়টি দিল্লি হাইকোর্টে বিচারাধীন। তাই এখন এ সংক্রান্ত কোনও আবেদন গ্রাহ্য করা হবে না৷


সিআইসির কমিশনার মঞ্জুলা প্রসেরের কাছে দিল্লির রাজেন্দর সিং নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে আরটিআই করেন। কিন্তু চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে এ সংক্রান্ত মামলা দিল্লি হাইকোর্টে বিচারাধীন। তাই সিআইসি কোনও ভাবেই আরটিআইয়ের জবাব দিতে পারবে না।  গত বছরই দিল্লি বিশ্ববিদ্যালয় মোদির বিএ ডিগ্রির ওপর অনুমোদন দিয়েছিলেন। কিন্তু কোনও নথি তারা দেখাতে পারেনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, গোপন রাখার কোনও বিষয় এখানে নেই। যেটা সত্যি সেটাই সিআইসিকে জানিয়েছি৷

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রথম মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কেজরিওয়ালের করা আরটিআইয়ের পরেই সিআইসি প্রধানমন্ত্রীর দফতরে মোদীর রোল নম্বর চেয়ে পাঠায়। যাতে ওই নম্বরটি ২টি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে তাঁর ডিগ্রি সংক্রান্ত তথ্য জানতে পারে। দিল্লি ও গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, ১৯৭৮ সালে নরেন্দ্র দামোদর মোদী দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর হন৷


এরই মাঝে বিজেপির শীর্ষ নেতা মোদিকে বাঁচাতে ময়দানে নেমে পড়েন। গত বছরের মে মাসে কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলি ও বিজেপি সভাপতি অমিত শাহ দিল্লি ও গুজরাট বিশ্ববিদ্যালয়ের মোদীর শিক্ষাগত তথ্য প্রকাশ্যে আনেন। এই ঘটনার একদিন আগেই দু’টি বিশ্ববিদ্যালয় মোদীর শিক্ষাগত যোগ্যতায় অনুমোদন দেয়। তাই প্রশ্ন উঠছে, আগে থেকে বিজেপির দুই নেতার কাছে মোদীর ডিগ্রির প্রমাণ কী করে এল? 

কোন মন্তব্য নেই: